Latest News

পুলিশ বাইক থামিয়ে কাগজপত্র চাইতেই আগুন

দ্য ওয়াল ব্যুরো: গত মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ গুরুগ্রামের ডিএসডি কলেজের কাছে প্রচণ্ড গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল এক যুবক। পুলিশ তাকে থামিয়ে কাগজপত্র দেখতে চায়। যুবকটি বলে, দেখাচ্ছি কাগজ। তারপর আগুন লাগিয়ে দেয় বাইকে।

এক পথচারী পুরো ঘটনার ছবি তুলেছেন। তাতে দেখা যাচ্ছে, আগুন লাগানোর পরে যুবকটি পুলিশের সঙ্গে কথা বলে কিছুক্ষণ। তারপর হেঁটে হেঁটে চলে যায়। অন্তত তিনজন পুলিশকর্মী তাকে চলে যেতে দেখেছে। কিন্তু থামায়নি।

গাড়িতে আগুন জ্বলতে দেখে আশপাশের মানুষ ভয়ে দৌড়তে থাকে। যে পুলিশকর্মী গাড়ির কাগজ দেখতে চেয়েছিলেন, পালিয়ে যান তিনিও।  খানিক পরে দমকল এসে আগুন নেভায়।  পুলিশ জানিয়েছে, গাড়ির চেসিস নম্বর থেকে তার মালিককে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে।

You might also like