
এক পথচারী পুরো ঘটনার ছবি তুলেছেন। তাতে দেখা যাচ্ছে, আগুন লাগানোর পরে যুবকটি পুলিশের সঙ্গে কথা বলে কিছুক্ষণ। তারপর হেঁটে হেঁটে চলে যায়। অন্তত তিনজন পুলিশকর্মী তাকে চলে যেতে দেখেছে। কিন্তু থামায়নি।
গাড়িতে আগুন জ্বলতে দেখে আশপাশের মানুষ ভয়ে দৌড়তে থাকে। যে পুলিশকর্মী গাড়ির কাগজ দেখতে চেয়েছিলেন, পালিয়ে যান তিনিও। খানিক পরে দমকল এসে আগুন নেভায়। পুলিশ জানিয়েছে, গাড়ির চেসিস নম্বর থেকে তার মালিককে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে।