
দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট এক প্রপেলার বিমান নিয়ে উড়ে বেড়ান জারা। টিনএজার জারা পাইলটের লাইসেন্স পাওয়ার পর থেকেই শুরু তাঁর উড়ান। এবার উড়ে উড়েই করে ফেললেন বিশ্বভ্রমণ, গড়ে ফেললে বিশ্বরেকর্ড। ‘সর্বকনিষ্ঠ পাইলট’ জারা ৫ মাসে সেরে ফেলেছেন ৩০টি দেশে ভ্রমণ!ব্রিটেন এবং বেলজিয়ামের দ্বৈত নাগরিক জারা। তাঁর মা ও বাবা দুজনেই পেশায় পাইলট। জারাও ছোট থেকেই উড়ে বেড়ানোর স্বপ্ন দেখেন। তাই নির্দিষ্ট বয়সে পৌঁছেই পাইলট ট্রেনিং এবং পাইলটের লাইসেন্স বাগিয়ে নেন তিনি। তাঁর এক প্রপেলার বিশিষ্ট প্লেনের ৩২৫ কিলোগ্রাম ওজন। তাই নিয়েই শুরু হয় উড়ান। সারা হয় বিশ্বভ্রমণ। মাত্র ১৯ বছর বয়সে।
গত ৫ মাস ধরে ৩০টি দেশ ঘোরার পরে গতকাল, বৃহস্পতিবার বেলজিয়ামের কোরত্রে শহরের মাটি ছোঁয় তাঁর বিমান এবং সেখানেই শেষ হয় তাঁ বিশ্বভ্রমণ। ২০২১ সালের ১৮ অগস্ট যাত্রা শুরু করেছিলেন তিনি। রাতের অন্ধকারে বিমান চালননি এই গোটা যাত্রায়।
ফেরার পরে জারা জানিয়েছেন, ৩০টি দেশ পেরিয়েছেন তিনি। তবে সাইবেরিয়ার বরফে ঢাকা অঞ্চলের উপরের আকাশই ছিল তাঁর যাত্রাপথের দুর্গমতম রাস্তা। মাইনাস ২২ ডিগি তাপমাত্রায় বিমান চালানোর চ্যালেঞ্জ বেশ কঠিন ছিল। কিন্তু দুঃসাহসী আকাশকন্যা সফল হয়েছেন তাতেও।
আপাতত এক সপ্তাহ বিশ্রাম নেবেন জারা। তার পরেই বেরিয়ে পড়বেন নতুন কোনও আকাশপথে ডানা মেলতে।