
আইপিএলেও বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) টিমমেট সিরাজ। প্রাক্তন টেস্ট অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফাস্ট বোলার। লিখেছেন, আমার সুপারহিরোকে (superhero)বলছি, তোমার যে সমর্থন ও উত্সাহ পেয়েছি, সেজন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয়। তুমি সবসময় আমার বড় ভাই। এতগুলি বছর ধরে আমার ওপর আস্থা, ভরসা রাখায় ধন্যবাদ। আমার সবচেয়ে খারাপ সময়েও পাশে থাকায়। তুমি সবসময় আমার ক্যাপ্টেন কিং কোহলিই থাকবে।
View this post on Instagram
গত বছর সেপ্টেম্বরে বিরাট ভারতের টি ২০ একদিনের টিমের অধিনায়কত্বও ছাড়েন। বিসিসিআই তাঁকে একদিনের দলের অধিনায়ক পদ থেকেও সরানোর সিদ্ধান্ত নয়। সাদা বলে পুরো সময়ের ক্যাপ্টেন করা হয় রোহিত শর্মাকে। বিরাট অন্ততঃ আরও কিছুদিন টেস্ট দলের নেতৃত্বে থাকবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর বোমা ফাটিয়ে বিরাট ঘোষণা করেন, তিনি সেই দায়িত্বেও থাকছেন না।
এবার ভারতের হয়ে বিরাটকে সব ফর্ম্যাটেই ব্যাটারের ভূমিকায় দেখা যাবে। অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে এবার তিনি ব্যাট হাতে কেমন পারফর্ম করেন, সেটাই দেখার। চোটের কারণে রোহিত দক্ষিণ আফ্রিকায় নেতৃত্বে থাকছেন না। কে এল রাহুলকে সামনে রেখে একদিনের সিরিজে নামছে ভারত। তাঁর ডেপুটি হয়েছেন জশপ্রীত বুমরা।