Latest News

রান্নার গ্যাসে ৫০ টাকা ক্যাশব্যাক, ভর্তুকিও মিলবে, জানুন পদ্ধতি

দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাস বুকিং এখন মোবাইল ফোন থেকে তো বটেই সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ থেকেও করা যাচ্ছে। এবার সেই বুকিং পদ্ধতিতে আরও নতুন সুযোগ নিয়ে এল অ্যামাজন। এবার অ্যামজন অ্যাপের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুক করলে পাওয়া যাবে ৫০ টাকা ক্যাশব্যাক। অ্যামাজন জানিয়েছে, ইন্ডেন, এইচপি এবং ভারত গ্যাস তিন সংস্থার ক্ষেত্রেই এই ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে যে, এই অফার শুধু অগস্ট মাসের জন্য। ৩১ অগস্টের পরে আর ক্যাশব্যাক পাওয়া যাবে না।‌

আরও পড়ুন

‘মমতার ছবি’ আঁকলেন সুমন, বিদ্রুপ সোশ্যাল মিডিয়ায়, মেজাজ হারালেন গানওয়ালা

মধ্যবিত্ত কিংবা নিম্মবিত্ত সব সংসারেই রান্নার গ্যাসের দাম একটা বড় বিষয়। প্রতি মাসেই ওঠানামা করে এই দাম। কেন্দ্রীয় সরকারের তরফে এলপিজি সিলিন্ডারের উপরে ভর্তুকিও দেওয়া হয়। সেই টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। চলতি মাসে সেই ভর্তুকির বাইরে আরও ৫০ টাকা বাঁচানোর সুযোগ করে দিল অ্যামাজন। অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং ও পেমেন্ট করলেই এই সুযোগ মিলবে।

এই সুযোগ নেওয়ার জন্য সবার আগে গ্রাহককে অ্যামাজন অ্যাপের পেমেন্ট অপশনে গিয়ে কোন সংস্থার সিলিন্ডার বুক করা হবে সেটা নির্বাচন করতে হবে। এর পরে রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা এলপিজি আইডি জানাতে হবে।


মোবাইল নম্বর অথবা এলপিজি আইডি দিলেই পেমেন্ট করার অপশন পাওয়া যাবে। এখানেই পেমেন্ট করতে হবে। মনে রাখতে হবে যে, পেমেন্ট করতে হবে অ্যামাজন পে থেকেই। অন্য কোনও ভাবে পেমেন্ট করলে ক্যাশব্যাকের সুযোগ মিলবে না।

পেমেন্ট হয়ে গেলে যে সংস্থার সিলিন্ডার বুক করা হয়েছে সেখান থেকে এসএমএস চলে আসবে। এর অর্থ, সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক হয়েছে। এর পরেই গ্রাহকের বাড়িতে সিলিন্ডার চলে আসবে নির্দিষ্ট সময়ের পরে। অন্য দিকে, অ্যামাজন পে অ্যাকাউন্টে ক্যাশব্যাকের ৫০ টাকা জমা হয়ে যাবে। অ্যামাজনের পক্ষে বলা হয়েছে, গ্রাহকদের অনলাইন বুকিং ও পেমেন্টে আগ্রহী করে তোলার জন্যই অগস্ট মাসের জন্য এই অফার দেওয়া হচ্ছে।

You might also like