
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল নিলামের ধরণ নিয়ে প্রশ্ন তুললেন রবীন উত্থাপা। ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটারকে এবারও চেন্নাই সুপার কিংস নিয়েছে দু’ কোটি টাকার বিনিময়ে। কিন্তু তিনি তাঁর পারিশ্রমিক নয়, বরং আইপিএলে যেভাবে ক্রিকেটারদের নিলামে ডাকা হয়, সেটি ঠিক নয়।
উত্থাপার মতো সিনিয়র ক্রিকেটার বলেছেন, ‘‘এভাবে প্রকাশ্যে নিলামে দাঁড় করানো মানে ক্রিকেটারদের গৃহপালিত পশু বলে মনে হয়। কারণ বাকি বিশ্ব আপনার কার্যক্ষমতা উপভোগ করছে তাড়িয়ে তাড়িয়ে। যাদের প্রথমে ডাকা হল না, তারাও বেশি অর্থে বিক্রি হচ্ছে। আবার যারা ডাক পায় না, তাদের মতো মনের অবস্থা বাকিরা বুঝতে পারে না। একটা অসহ্যকর ও অস্বস্তিজনক পরিস্থিতির মুখে পড়তে হয়। সবাই তাঁদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।’’
এভাবেই নিলাম পর্ব চলছে গত ১৫ বছর ধরে, একইভাবে। উত্থাপার মতে, ‘‘এমন স্টাইল বদলানো উচিত। সেটি ভাবা উচিত যারা নিয়ন্ত্রক, কারণ এতে করে একটা ডাক পাওয়ার ওপর ক্রিকেটারদের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাচ্ছে। তার মানে কী যারা আইপিএলে ডাক পেল না, তাঁরা কোনও ক্রিকেটার নয়? নাকি তাঁদের ক্ষমতা নেই দেশের হয়ে খেলার? এর একটা মাপকাঠি থাকা উচিত বলে আমার মনে হয়।’’
ধোনির পছন্দের ক্রিকেটার, ভারতীয় দলের প্রাক্তন সদস্যের ধারণা, ‘‘আইপিএল নিলাম অনেকটা পরীক্ষার মতো। আপনি পরীক্ষার হলে শুধুই লিখে গিয়েছেন, ফল প্রকাশ পাচ্ছে নিলামের সময়। সবকিছুর মূল্য নির্ধারণ হচ্ছে অর্থের ওপর, এটা মানা যায় না।’’
ভারতের হয়ে ৪৬টি ওয়ান ডে এবং ১৩টি টি ২০ ম্যাচ খেলা এই অভিজ্ঞ তারকার কথায়, ‘‘আমার মনে হয় নিলাম পর্বটিকে আরও সম্মানের করলে ভাল হয় ক্রিকেটারদের জন্য। যারা অবিক্রিত থাকছেন, তাঁদের ক্ষেত্রেও অন্যকিছু ভাবা উচিত, যাতে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।’’