
দ্য ওয়াল ব্যুরো ; মঙ্গলবার দীপাবলি উৎসবে অযোধ্যায় গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গে ছিলেন এক বিশিষ্ট অতিথি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পত্নী কিম ইউং সুক। কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছে, দীপাবলিতে অযোধ্যায় গিয়ে সুখবর দেবেন যোগী। কী সুখবর সরকারিভাবে জানানো হয়নি। কিন্তু রাজ্যের একাধিক মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, যোগী সরযূ নদীর তীরে রামচন্দ্রের মূর্তি নির্মাণের বিস্তারিত পরিকল্পনা পেশ করবেন।
যোগী ও দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি এদিন প্রথমে কোরিয়ার রানি হেও হোয়াং ওক-এর সম্মানে একটি উদ্যানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তারপরে যোগী যান রামকথা পার্কে। অযোধ্যার মেয়র হৃষীকেশ উপাধ্যায় বলেন, সরযূ তীরে আরতির সময় যোগী উপস্থিত থাকবেন। নদীর দুই তীরে ৩ লক্ষ ৩৫ হাজার প্রদীপ জ্বালানো হবে। আওধ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা প্রদীপ জ্বালাবেন। তাঁদের সঙ্গে যোগ দেবেন স্থানীয় মানুষও।