Latest News

৮০ বনাম ২০ শতাংশের লড়াই! উত্তরপ্রদেশের ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য যোগীর

দ্য ওয়াল ব্যুরো : রবিবার লখনউতে (Lucknow) এক বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁকে প্রশ্ন করা হয়, বিজেপি (BJP) কি এবার ব্রাহ্মণ ভোট পাবে? তিনি বলেন, এবারের ভোটে ৮০ শতাংশের সঙ্গে ২০ শতাংশের লড়াই হবে। উত্তরপ্রদেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের পারস্পরিক অনুপাত ৮০ ও ২০ শতাংশ। সুতরাং যোগী সাম্প্রদায়িক মন্তব্য করেছেন বলেই ধারণা পর্যবেক্ষক মহলের। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

যোগী বলেন, রাজ্যের ৮০ শতাংশ মানুষ জাতীয়তাবাদ, সুশাসন ও উন্নয়নের সমর্থক। তাঁরা বিজেপিকে ভোট দেবেন। বাকি ১৫-২০ শতাংশ মানুষ মাফিয়া ও ক্রিমিনালদের সমর্থক। তারা চাষিদের শত্রু। এই ধরনের লোকজন ভিন্ন পথে চলবে। সুতরাং লড়াইটা হবে ৮০ শতাংশের সঙ্গে ২০ শতাংশের। পদ্মই সবাইকে পথ দেখাবে।

এর আগে যোগী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে তোষণের রাজনীতির কোনও স্থান নেই।” তিনি প্রশ্ন করেন, “২০১৭ সালের আগে সবাই কি রেশন পেত?” পরে তিনি বলেন, “যারা আব্বাজান বলে, তারাই শুধু রেশন পেত।” এক্ষেত্রে যোগী পরোক্ষে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কটাক্ষ করেছেন বলে পর্যবেক্ষকদের ধারণা।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ভোট শুরু হচ্ছে উত্তরপ্রদেশে। ভোট হবে সাত দফায়। গণনা হবে ১০ মার্চ।

You might also like