Latest News

Yogi Adityanath: যোগীর টুইটার হ্যাক করে গরু, বাঁদরের ছবি গুঁজে দিল হ্যাকাররা

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) টুইটার অ্যাকাউন্ট ‘হ্যাক’ হওয়ার অভিযোগ উঠল। শুক্রবার রাত থেকে হঠাৎ সেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তারপর সেখানে গরু বাঁদর ও অন্যান্য কিছু প্রাণীর ছবি গুঁজে দেয় হ্যাকাররা।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের বদলি মানতে নারাজ, খাওয়া বন্ধ করে কেঁদে ভাসাচ্ছে পড়ুয়ারা

দেখা গেছে যোগী আদিত্যনাথের টুইটার হ্যান্ডেলের ডিপি অর্থাৎ সামনের ছবিতে রয়েছে একটি বাঁদরের ছবি। ওই অ্যাকাউন্ট থেকে কয়েকঘণ্টায় প্রায় ৩০০ টুইট করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, পুরনো টুইট মুছেও দেওয়া হয়েছে বেশ কিছু।

যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট আবার পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে হ্যাকারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অভিযোগ, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ টুইটার হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছিল। তখন তা মুখ্যমন্ত্রীর অফিসের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্টে ৪০ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। এমন ঘটনায় তাই নড়েচড়ে বসেছে রাজ্যের প্রশাসন। সিএমও অফিস থেকে জানানো হয়েছে যে বা যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

You might also like