
এদিন ১০৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। তাতে দেখা গিয়েছে ৬৩ জন বিদায়ী বিধায়ক টিকিট পেয়েছেন। বেশ কয়েকজন জেতা বিধায়ককে এবার টিকিট দেওয়া হয়নি। এই তালিকায় সেইরকম সংখ্যা ১৪।
এদিনের তালিকায় দেখা যাচ্ছে বিদায়ী মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে টিকিট দিয়েছে বিজেপি। তিনি লড়ছেন প্রয়াগরাজের পাশে সিরাথু কেন্দ্র থেকে।
গতবার যখন উত্তরপ্রদেশের বিধানসভা ভোট হয় তখন যোগী গোরক্ষপুরের সাংসদ। ভোটে জেতার পর তাঁকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। তিনি সাংসদ পদ ছেড়ে উত্তরপ্রদেশ বিধানসভার বিধান পরিষদে মনোনীত হন। এবারই বিধানসভা ভোটে প্রথম লড়াই করছেন যোগী।
১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ভোট। ফল ঘোষণা হবে ১০ মার্চ।