
দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন (Nomination) জমা দিলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)। এদিন যশবন্তের মনোনয়নের সময়ে উপস্থিত ছিলেন বিরোধী দলগুলির শীর্ষ নেতারা।
এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, ডিএমকে-র এ রাজাদের পাশে নিয়েই মনোনয়ন জমা দেন যশবন্ত।
১৭ দলের যে বৈঠক হয়েছিল সেখানে ছিল না তেলেঙ্গানার শাসকদল টিআরএস। কিন্তু এদিন সকালে কে চন্দ্রশেখর রাও ঘোষণা করেন, টিআরএস রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্তকে সমর্থন করবে। মনোনয়ন পর্বে হাজির ছিলেন টিআরএস নেতা কেটি রামারাও।
অ-বিজেপি বড় দলগুলির মধ্যে বিরোধী শিবিরে নেই ওড়িশার বিজেডি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি। তারা জানিয়েছে, দ্রৌপদী মুর্মুকেই সমর্থন দেওয়া হবে। বিজেডি এ ব্যাপারে ওড়িশার ভাবাবেগের কথা বলেছে। কারণ দ্রৌপদী ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ভূমিকন্যা। তা ছাড়া বিএসপি বলেছে, যেহেতু দ্রৌপদী আদিবাসী অংশের আর তাদের দলেরও রাজনীতি দলিতদের স্বার্থে তাই মায়াবতী সমর্থন করবেন বিজেপির প্রার্থীকেই। তা ছাড়া ঝাড়খণ্ড মুক্তিমোর্চাও দ্রৌপদী সমর্থন দেবে বলে জানিয়েছে।