
বৃহস্পতিবার সকালে জানা যায়, ঋদ্ধিমান অবসরই নিয়ে ফেলতে পারেন এই ঘটনায়। এই নিয়ে বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি ভাল খেলছি, ফিট রয়েছি, তা হলে আচমকা অবসর নিতে যাব কেন?’’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা কয়েকদিনের মধ্যেই হবে। সেই দলে ঋদ্ধিমানকে রাখা হয় কেন, সেই নিয়েও জল্পনা চলছে। ঋদ্ধিমান বরং জানিয়ে রেখেছেন, ‘‘দলে আমি আসব কিনা, সেটি তো নির্বাচকরা ঠিক করবেন। কিন্তু আমি দলে থাকব কিনা, সেটা তো দেখছি লোকের বেশি উৎসাহ।’’
তাহলে কী আপনি এখনই অবসর নিচ্ছেন না? এই প্রশ্নে মুচকি হাসছেন ঋদ্ধি, শুধু জানালেন, ‘‘যে ক্রিকেটার ভাল খেলে, ফিট থাকে, সে কী করে অবসর নেবে?’’ বাংলার নামী তারকা আরও বলেছেন, ‘‘এমন একটা সময়ে এসেছিল, যখন আমাকে ইঞ্জেকশন নিয়ে খেলতে হয়েছিল। ডাক্তাররাও আমাকে বলে দিয়েছিলেন, তোমার পক্ষে আর খেলা সম্ভব নয়। তারপরেও আমি ফিরে এসেছিলাম, তাই এখন তো আমি ফিটই আছি, কেন সরে যাব?’’