Latest News

আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! পৃথিবীর উচ্চতম রেলসেতু তৈরি হয়েছে ভারতেই

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভূস্বর্গ কাশ্মীর উপহার পেল এক রেল ব্রিজ। দুটি পাহাড়কে যুক্ত করে দেয় এই ব্রিজ। নীচ দিয়ে বয়ে গেছে চেনাব নদী। তার ওপরেই তৈরি হয়েছে ব্রিজ (Chenab Rail Bridge)। উচ্চতার বিচারে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু (World Tallest Rail Bridge)। গতকাল, শেষ হয়েছে এই সেতুর নির্মাণ কাজ।

এই সেতুর উদ্বোধন হলে অনেক কম সময়ে জম্মু কাশ্মীর (Jammu-Kashmir) পৌঁছে যাওয়া হবে। দেশের বাকি ভূখণ্ডের সঙ্গে শ্রীনগর জুড়ে যাচ্ছে এই রেলপথের মাধ্যমে। এই সেতুর অন্যতম বিশেষত্ব হল এই সেতুর উচ্চতা। আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচুতে অবস্থিত এই রেল সেতু।

জেনে নেওয়া যাক এই সেতুর (Chenab Rail Bridge) কিছু খুঁটিনাটি তথ্য

উদামপুর-শ্রীনগর-বারামুল্লা প্রকল্পের আওতায় এই সেতু তৈরি হয়েছে। খরচ হয়েছে ২৮ হাজার কোটি টাকা। গোটা দেশের মানুষের কাছে এই পথে যাত্রা করা স্বপ্নের সমান। পৃথিবীর উচ্চতম সেতুটি দাঁড়িয়ে আছে ১৭টি পিলারের ওপর।

যেকোনও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে এই সেতুর। সে ভূমিকম্প হোক বা, বরফ ঝড় অনায়াসেই ব্রিজ সেই বিপর্যয় মোকাবিলা করতে পারবে। প্রায় ২৮ হাজার ৬৬০ মেট্রিক টন ইস্পাত দিয়ে তৈরি হয়েছে এই সেতু।

১১১ কিলোমিটার দীর্ঘ কাটরা-বানিহাল রেলপথ তৈরিতে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল চেনাব নদীর উপর এই ব্রিজ তৈরি করা। এই রেলপথে রয়েছে ৮৬ কিমি দীর্ঘ এক টানেল। যা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

এই দীর্ঘ রেল প্রকল্প শেষ হলে সহজেই দিল্লি থেকে শ্রীনগর পৌঁছে যাওয়া যাবে। প্রতিকূলতা কাটিয়ে এখন দেশবাসী এই রেল পথের উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন।

স্বাধীনতার আগেই ব্রিটিশ বিরোধী সরকার গড়েছিল বাংলার এই এলাকা, উদযাপন হয় ১৭ ডিসেম্বর

You might also like