
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্টেশনের ওয়েটিং রুমে সন্তান প্রসব করলেন এক যাত্রী ( Women Gave Birth Child in Waiting Room ) ! ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বরাকর স্টেশন (Barakar Station)P চত্বরে।
টেন্ডার দুর্নীতিতে তিন দিনের জেল হেফাজত, শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ শ্যামল বললেন ‘সত্যের জয় হয়েছে
রেল সূত্রে জানা গিয়েছে, কারা শর্মা নামে এক ব্যক্তি অন্তঃসত্ত্বা স্ত্রী খুসবুকে নিয়ে পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে করে ধানবাদ থেকে ঝাঝা স্টেশনের দিকে রওনা হয়েছিলেন। যাত্রা শুরু করতেই অস্বস্তি শুরু হয় খুসবুর। হালকা বেদনা অনুভব করছিলেন তিনি। ট্রেন ছুটতে শুরু করলে ব্যথা বাড়তে থাকে। স্ত্রীর এমন অবস্থা দেখে ঘাবড়ে যান কারা শর্মা। যাত্রীদের সহায়তায় রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ট্রেনটি বরাকর স্টেশনে পৌঁছলে ওই অন্তঃসত্ত্বাকে ট্রেন থেকে নামিয়ে নেন আরপিএফ ও রেলকর্মীরা। এরপর তাঁকে মহিলা ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়। ডেকে আনা হয় রেলের চিকিৎসককেও। দীর্ঘক্ষণ বাদে পুত্র সন্তানের জন্ম দেন খুসবু। রেল কর্তৃপক্ষই মা ও শিশুর জন্য সমস্ত প্রয়োজনীয় মেডিক্যাল কিট এবং জরুরি ওষুধ সরবরাহ করেছে। ওই যাত্রী ও তাঁর সন্তান সুস্থ রয়েছেন বলে জানিয়েছে তারা।
পরে বরাকরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের।