Latest News

বাংলাদেশের ওষুধের দোকান থেকে মহিলার ছয় টুকরো দেহ উদ্ধার! গ্রেফতার ৩

দ্য ওয়াল ব্যুরো: ওষুধের দোকান (Chemist Store) থেকে মহিলার ছয় টুকরো দেহ উদ্ধার! ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের (Bangladesh) সুনামগঞ্জের জগন্নাথপুরে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণ করে ওই মহিলাকে খুন করা হয়েছে। পরে তাঁর দেহ কেটে টুকরো টুকরো করে হয়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের তদন্তকারী দল (সিআইডি)।

ঘটনাটি ঘটেছে ১৬ ফেব্রুয়ারি। সিআইডি সূত্রে খবর, মৃত মহিলার নাম পারভীন জোৎস্না (৩৫)। ওই এলাকারই এক ওষুধের দোকানের মালিক ও তাঁর দুই সঙ্গী মিলে এই নারকীয় ঘটনা ঘটায়। গোয়েন্দারা, জিতেশ চন্দ্র গোপ, অনজিৎ গোপ ও অসিত ঘোষ নামে তিনজনকে গ্রেফতার করে। গোয়েন্দারা আরও জানায়, তাঁদের কাছে অপরাধীরা অপরাধ স্বীকার করেছে। অপরাধীদের বয়ানে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুনঃ শিক্ষায় যৌথ উদ্যোগ! ব্রাত্য বললেন, আমি কিছু জানিনা

১৭ তারিখ জগন্নাথপুরের ওই ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে পারভীনের দেহ উদ্ধার করেন গোয়েন্দারা। তৎক্ষণাৎ ওষুধের দোকান থেকে জিতেশ গোপকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই উঠে আসে বাকি দুইজনের নাম।

জানা গেছে, পারভীন জোৎস্নার পরিবারের সঙ্গে এলাকার ওষুধের দোকানের সঙ্গে নিয়মিত ওষুধ নেওয়ার কারণে একটি ভাল সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদেই ১৬ তারিখ পারভীন তাঁর কিছু অসুখ নিয়ে গোপনে ‘অভি মেডিকেল’ নামে ওই ওষুধের দোকানে যান। সেই সুযোগে তাঁকে ওষুধের দোকানের এক ঘরে বসিয়ে রাখে ওষুধ দোকানের মালিক জিতেশ। বাকি দুই সঙ্গীদের পরামর্শে তাঁকে ধর্ষণের পরিকল্পনা করা হয়। তাই তখন তাঁকে ঘুমের ওষুধ দিয়ে বন্ধ করে রাখা হয়।

রাতে সুযোগ বুঝে পারভীনকে তিনজনে গণধর্ষণ করে। পরে বালিশ চাপা দিয়ে খুন করে তাঁকে। তারপর লাশটিকে ছয় টুকরো করে ওষুধের বাক্সে ভরে রেখে দেওয়া হয়। পরে সুযোগ বুঝে তা মাছের খামারে ফেলে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যায় তিনজন।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ‘

You might also like