Latest News

বাড়ি ফিরতে দেরি কেন? জানতে চাইতেই স্বামীর মুখে অ্যাসিড ছুড়ে মারল স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: অনেক রাতে বাড়ি ফিরেছিলেন স্ত্রী। দেরি হল কেন, সেকথা জানতে চেয়েছিলেন স্বামী। তাতেই ক্ষিপ্ত হয়ে তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারলেন স্ত্রী (Woman throws acid on husband’s face)!

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের কুপারগঞ্জ এলাকায় শনিবার রাতে। অভিযুক্ত মহিলার নাম পুনম। তাঁর স্বামী ডাব্বু পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতে দেরি করে বাড়ি ফিরেছিলেন তাঁর স্ত্রী। কেন এত দেরি হল, সে কথা জানতে চেয়েছিলেন ডাব্বু। এতেই রেগে ওঠেন পুনম। দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। বাদানুবাদের মাঝে বাথরুম থেকে অ্যাসিড নিয়ে এসে স্বামীর মুখে তা ছুড়ে দেন অভিযুক্ত মহিলা (acid attack)।

ঘটনার পর উরসালা হাসপাতালে ভর্তি করা হয়ে ডাব্বুকে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় কালেক্টরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুনমকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, রবিবার লখনউয়ের বিরাম খণ্ড-৩ এলাকায় পথকচলতি এক মহিলা ও তাঁর নাবালক ছেলের উপর অ্যাসিড ছুড়ে পালিয়ে ছিল দুই দুষ্কৃতী।

পুলিশ জানিয়েছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বাইকে চড়ে আসে ২ দুষ্কৃতী। ৪০ বছর বয়সি অনিতা ভার্মা এবং তাঁর ১৬ বছর বয়সি ছেলে বিকাশকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। অনিতা ও বিকাশের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। দুজনকে উদ্ধার করে প্রাথমিকভাবে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিভিল হাসপাতালে রেফার করা হয় তাঁদের।

ঘটনায় ইতিমধ্যেই গোমতীনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে মা-ছেলের উপর এভাবে হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

লালগোলায় বাড়ির উঠোনে ঝাঁট দিতে গিয়ে বিস্ফোরণ! জখম মা ও মেয়ে

You might also like