
দ্য ওয়াল ব্যুরো: এক মহিলা (Woman) রাস্তা দিয়ে কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এক রিকশাওয়ালাকে (rickshawala)। তাঁর সঙ্গে সপাটে চড় (Slaps) মারছেন তাঁকে। নয়ডা শহরের রাস্তার উপরের এই ঘটনায় বিস্মিত পথচলতি মানুষ। কিছু মানুষ এই ঘটনার ভিডিও করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম কিরণ সিং। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। চড় মারার কারণ হিসেবে জানা গিয়েছে যে রিকশাওয়ালা হালকা ধাক্কা দেন ওই মহিলার গাড়িতে। আর তাতেই মেজাজ হারান মহিলা। তারপরেই গাড়ি থেকে নেমে তাঁকে রাস্তার মধ্যে চড় মারতে শুরু করেন, কলার ধরে টানতে টানতে নিয়ে যান রাস্তা দিয়ে।
এই ঘটনায় রীতিমত বিরক্ত হয়েছেন নয়ডাবাসী। পুলিশের কাছে ওই মহিলাকে গ্রেফতার করার জন্য আবেদনের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।
স্ত্রীকে মারধর করেন রাণাঘাটের তৃণমূল নেতা, অভিযোগ কেস নেয়নি পুলিশ