
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাড়িতে ঝাঁট দিতে গিয়ে বিস্ফোরণ! (Explosion) আহত হলেন এক মহিলা ও তার শিশুকন্যা।
সোমবার এই ঘটনা ঘিরে লালগোলার (Laalgola) ময়াগ্রামে আতঙ্ক ছড়িয়েছে। জখম ওই মহিলার নাম ফুলসোরা বিবি।
জখম ফুলসোরা জানিয়েছেন, সোমবার সকালে তিনি বাড়ির উঠোন ঝাঁট দিচ্ছিলেন (sweeping the yard)। সেখানে খেলছিল তাঁর চার বছরের মেয়ে। সেখানে এক কোণায় একটি ড্রাম দেখতে পান তিনি। সেটি সরিয়ে রাখতে গেলে আচমকা বিস্ফোরণ ঘটে। জখম হন ফুলসোরা ও তাঁর শিশুকন্যা।
তড়িঘড়ি জখম ওই মহিলা ও শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তারা। ফুলসোরা বিবির নাক ও হাতের কনুইয়ের অংশে আঘাত রয়েছে। ওই শিশু সামান্য আহত হওয়ার তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে লালগোলায়। পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে ময়াগ্রামে। কীভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। বোমা নয়, অন্য কোনও কারণে বিস্ফোরণ বলে দাবি করেছেন ময়াগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকুরুদ্দিন আহমেদ।
ভিডিও কলে ছিলেন স্ত্রী, তাঁর সামনেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন গরফার ব্যাঙ্ককর্মী