Latest News

ধুবুলিয়ায় বোমা ফেটে আহত বধূ, রাতের খাবার বাড়তে রান্নাঘরে যেতেই তীব্র বিস্ফোরণ!

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মুর্শিদাবাদে গত এক সপ্তাহে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় মৃত্যুও হয়েছে ২-৩ জনের। এবার ফের বোমা (bomb) ফেটে গুরুতর আহত হলেন এক মহিলা (woman)। জানা গেছে, বাড়ির রান্নাঘরে তীব্র বিস্ফোরণের ঘায়ে জখম হয় মহিলার বাঁ হাতের আঙুল থেকে কবজির অংশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ায় (Dhubulia)। আহত বধূকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, ধুবুলিয়ার বেলপুকুর গ্রামের বাসিন্দা অমল ঘোষের বাড়িতে বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ৯টা ১৫ মিনিট নাগাদ অমলবাবু বাড়ি ফেরার পর তিনি তাঁর স্ত্রী অপর্ণা ঘোষকে রাতের খাবার দিতে বলেন। এরপর স্বামীর খাবার বাড়তে রান্নাঘরে যান অপর্ণাদেবী। তারপরেই ঘটে বিস্ফোরণ!

আহত মহিলার স্বামী অমল ঘোষ বলেন, “রান্নাঘরের জানালায় একটি চট টাঙানো ছিল। সেটা সরাতেই বিকট শব্দ হয়। আমি ছুটে গিয়ে দেখি অপর্ণা জখম হাত নিয়ে মাটিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ওঁকে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছি।”

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওই মহিলার স্বামীর সঙ্গেও কথা বলে পুলিশ। কী কারণে জানালায় বোমা রাখা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যক্তিগত ঝামেলা নাকি রাজনৈতিক সমস্যা এই ঘটনার পিছনে রয়েছে, তা তদন্তসাপেক্ষ।

চাকদহের সর্ষে খেতে কিশোরীর রক্তাক্ত দেহ, বিধবা মায়ের পরকীয়ায় বাধা দেওয়াই কি কাল!

You might also like