
দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের বিবাহিত জীবন ভালই কেটেছিল। তারপর হঠাৎ এবছর ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine’s Day) প্রেমিকের (Lover) হাত ধরে ঘর ছাড়লেন চুঁচুড়ার (Chinsura) সুমি দে। দুই সন্তান নিয়ে অসহায় স্বামী ভেঙে পড়েছেন একেবারেই, স্ত্রীকে ফেরত চান তিনি।
মুর্শিদাবাদে ভাষা শহিদ বরকতের বাড়ি সংস্কার করবে সরকার, বসবে মূর্তিও, বললেন মুখ্যমন্ত্রী
ঘটনাটি ঘটেছে চুঁচুড়া রবীন্দ্রনগর কালিতলা এলাকায়। সেখানকারই বাসিন্দা নিতাই দের স্ত্রী সুমি, তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। এদিকে ছেলে শুভমের বয়স বারো। মেয়ে মৌসুমী মাত্র পাঁচ বছরের। তাদের বাবা নিতাই রঙের কাজ করেন। সারাদিন বাইরে বাইরে থাকতে হয় তাঁকে, ছেলেমেয়েকে কে দেখবে সে নিয়েই দুশ্চিন্তায় নিতাই।
নিতাইয়ের বাড়ির সামনেই একটি ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করতেন বাপি বড়াল। তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুমির। ফোনে কথা হতো অনর্গল। বাড়িতে জানাজানি হতে অশান্তিও হয়। কিছুদিন সব চুপচাপ থাকে। স্ত্রীর মোবাইলের বায়না পূরণ করেন নিতাই। তারপরই ভ্যালেন্টাইস ডে’র দিন এই কাণ্ড।
নিতাই জানতে পারেন বাপির এক আত্মীয়ের বাড়ি দত্তপুকুরেই রয়েছেন সুমি আর তাঁর প্রেমিক। ১৬ তারিখে চুঁচুড়া থানায় মিসিং ডায়েরি করেছেন নিতাই। ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে তিনি চান, স্ত্রী ফিরে আসুক।