Latest News

হাসপাতালের বদলে ওঝার কাছে দৌড়! বনগাঁয় মৃত্যু সাপে কাটা রোগীর

দ্য ওয়াল ব্যুরো: কুসংস্কারের (Superstition) বিরুদ্ধে লড়াইতে বারবার হেরে যেতে হচ্ছে বিজ্ঞানকে। নিয়মিত প্রচার অভিযান, বোঝানো সত্ত্বেও কাজ হচ্ছে না কিছুতেই। হাসপাতালের বদলে সাপে কামড়ানো (Snake bite) রোগীকে ওঝার (Ojha) কাছে নিয়ে যাওয়ার ফলে ফের মৃত্যুর (Dies) ঘটনা ঘটল রাজ্যে।

জানা গেছে, বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকার গৃহবধ সুষমা রায় বৃহস্পতিবার সকালে বাড়িতে বসে আনাজ কাটছিলেন। সেই সময় তাঁর পায়ে কোনও কিছু কামড়ে দেয়। তিনি চিৎকার করতে শুরু করলে সাপে কামড়েছে ধরে নিয়ে বাড়ির লোকেরা তাঁকে পাশের গ্রামে একজন ওঝার বাড়িতে নিয়ে যায়। ওই ওঝা তাঁকে কিছু ওষুধ খেতে দেয়। ওঝার বাড়ি থেকে ফেরার পরেই মৃত্যু হয় সুষমাদেবীর।

ওঝা মধুবাবু জানিয়েছেন, সুষমাদেবীকে জলঢোঁড়া সাপ কামড়েছিল। ওই সাপের কোনও বিষ নেই। তাই ওষুধপত্র দিয়েছিলেন। বাড়ির লোকে বলেছিলেন, প্রয়োজন মনে করলে হাসপাতালেও নিয়ে যেতে পারেন সুষমাদেবীকে। ‘ওঁর শরীরে অন্য সমস্যা ছিল, তাই মৃত্যু হয়েছে,’ দাবি মধু ওঝার।

বাঁকুড়ায় দোকানের বেঞ্চে বসে ঝিমোচ্ছে অসুস্থ বাঁদর! ওআরএস খাইয়ে দিলেন স্থানীয়রা

You might also like