
নতুন পড়ুয়াদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক, হয়নি টিকাকরণ! চিন্তায় শহরের কলেজগুলো
ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালের উখরা এলাকায়। শুক্রবার রাতে বাড়ির শৌচালয়ে যান গৃহিণী। কিন্তু সেখানে গিয়েই দেখেন, বিষধর সাপ রয়েছে ফণা উঁচিয়ে। সাপ দেখে ভয় পেয়ে পালান তিনি। ছুটে গিয়ে খবর দেন বাড়ির বাকি সদস্যদের। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে পাড়া-প্রতিবেশীদের মধ্যেই। রাতের অন্ধকারে সাপ নিয়ে ব্যাপক হইচই শুরু হয় এলাকায়।
গ্রাম পঞ্চায়েতের সদস্যরা জানতে পেরে খবর পৌঁছে দেন পুলিশের কাছে। তাঁদের সহায়তায় দুর্গাপুরের সর্প বিশেষজ্ঞ, সাপ রক্ষক সংস্থা খবর পায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। সাপের খোঁজে বাড়ির চারদিকে তল্লাশি চালানো হয়। ভিড় জমান সাধারণ মানুষ। শেষমেশ নোংরা আবর্জনা থেকে ওই বিষধর সাপটিকে উদ্ধার করেন বিশেষজ্ঞরা। তারা জানান এটি ছিল বিষধর খরিস সাপ।
বনবিভাগের সঙ্গে যোগাযোগ করে সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।