
দ্য ওয়াল ব্যুরো: পোষ্য বিড়ালকে নিয়ে প্লেনে উঠেছিলেন এক মহিলা। পোষ্যদের রাখার যে ক্যারিয়ার, সেখানেই রাখা ছিল সেটি। একসময়ে হঠাৎ তিনি বিড়ালটিকে ক্যারিয়ার থেকে তুলে এনে বুকের দুধ খাওয়াতে শুরু করেন! দেখে চমকে যান সহযাত্রী ও বিমানকর্মীরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, বিমানকর্মীর তরফে একটি মেসেজ পাঠানো হয়েছে কন্ট্রোল রুমে। তাতে লেখা আছে, “১৩এ সিটের যাত্রী তাঁর পোষ্যকে ক্যারিয়ারে না রেখে নিজের কাছে নিয়ে বুকের দুধ খাওয়াচ্ছেন, বিমানকর্মীদের কথা শুনছেন না।”
I saw this on Reddit today. It’s an a ACARS in-flight message from the cockpit to the ground.
Also, civilization had a good run. pic.twitter.com/AjQhIaE80H
— Rick Wilson (@TheRickWilson) November 24, 2021
ওই বিমানটির অ্যাটেন্ডেন্ট ছিলেন আইনস্লে এলিজাবেথ নামের এক তরুণী। তিনি এই ঘটনা নিয়ে বলেন, “ওই মহিলা বিড়ালটিকে কম্বলে জড়িয়ে নিয়েছিলেন, যাতে দেখে মনে হচ্ছিল মানুষের বাচ্চাকে বুকে নিয়ে আছেন তিনি। শার্ট উঠিয়ে বুকের কাছে নিয়ে বেড়ালটিকে দুধ খাওয়াচ্ছিলেন তিনি। বলার পরেও শুনছিলেন না। বিড়ালটি চিৎকার করছিল।”
নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ওই মহিলার পরিচয় প্রকাশ করেনি ডেল্টা এয়ারলাইন্স। তিনি সাইরাকুজ থেকে আটলান্টা যাচ্ছিলেন।
The cabin crew did speak with 13A asking her to stop, but she kept on feeding. Upon arrival in Atlanta, she was greeted by airport officials.
— Eric (@GoldboxATL) November 30, 2021