Latest News

শিশুর মৃত্যুর পরে ডাইনি অপবাদে মার মহিলাকে

দ্য় ওয়াল ব্য়ুরো:  ডাইনি অপবাদে এক মহিলাকে মারধর করে তার ঘরবাড়িতে ভাঙচুর চালালো প্রতিবেশীরা। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর।

দেড়মাসের এক শিশুর হাত-পা ও দেহের বিভিন্ন অংশে খুবলানোর দাগ দেখতে পেয়ে তেতে ওঠে জেলার মোহনপুর ব্লকের উত্তর মোহনপুর গ্রাম। শিশুটির মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়তেই ডাইনি অপবাদে এলাকার এক মহিলাকে মারধর শুরু করে বাসিন্দারা।  ভাঙচুর করা হয়েছে ওই মহিলার বাড়িও।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  পুলিশ ওই মহিলাকে কোনওমতে থানায় নিয়ে আসে।

জানা গেছে সোমবার সকালে উঠে বাপি কিস্কু ও পান কিস্কু দেখেন তাদের ছেলের সারা শরীর ক্ষত বিক্ষত। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রতিবেশী এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর শুরু করে তারা ।  প্রাথমিক ভাবে চিকিৎসকের অনুমান কোনও হিংস্র প্রাণী সবার অলক্ষে শিশুটির উপর হামলা করে তাকে ক্ষতবিক্ষত করে। তার জেরেই মৃত্য়ু হয়েছে শিশুটির।

You might also like