Latest News

দাহ করার পয়সা নেই, জ্বরে মৃত মায়ের দেহ ফুটপাথে রেখে বেপাত্তা ছেলে

দ্য ওয়াল ব্যুরো: দারিদ্রের এক নির্মম ছবি দেখল হায়দরাবাদ। চার দিন ধরে এক বৃদ্ধার দেহ পরে রয়েছে ফুটপাথে। মায়ের মৃত্যুর পরে অর্থাভাবে এই ভাবে রেখেই চলে গিয়েছে ছেলে। এলাকার বাসিন্দাদের নজরে আসার পরে তা জানানো হয় পুলিশকে। তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে দাহ করার মতো আর্থিক ক্ষমতা না থাকাতেই এমন কাজ করেছে ওই বৃদ্ধার ছেলে।

আরও পড়ুন

ঋণশোধের ওপরে ছাড় দেওয়া হতে পারে দু’বছর পর্যন্ত, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় ফুটপাথে চার দিন ধরে পরে ছিলে ওই দেহ। ৭০ বছর বয়স্ক ওই মহিলার দেহ একটি কম্বলে জড়িয়ে রেখে যায় ছেলে। এলাকার বাসিন্দারা ওই দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এর পরেই খোঁজ খবর নিয়ে পুলিশ স্থানীয় একটি বাড়ির দারোয়ানের থেকে জানতে পারে ওই বৃদ্ধা তাঁর ছেলের সঙ্গে থাকতেন। ভিক্ষা করেই জীবন চলত। কয়েকদিনের জ্বরে মৃত্যু হয় বৃদ্ধার।

দাহ করার জন্য অর্থের অভাবের পাশাপাশি বৃদ্ধার জ্বরে মৃত্যু হওয়াতেও তাঁর ছেলে ভয় পায়। পুলিশ বৃদ্ধার ছেলের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, ‌বেশ কয়েকদিন ধরেই বৃদ্ধা জ্বরে ভুগছিলেন। সেভাবে কোনও চিকিৎসাও হয়নি। শনিবার রাতে মৃত্যু হয়। ছেলের কাছে দাহ করার পয়সা ছিল না। এর পাশাপাশি সে জানিয়েছে, মায়ের মৃত্যু যেহেতু জ্বরে হয়েছে তাই করোনা পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা গোলমাল করতে পারেন ভেবেই ফুটপাথে কম্বল চাপা দিয়ে রেখে চলে যায়।

You might also like