
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারির শীতেও মন্দা কাটছে না। পশ্চিমী ঝঞ্ঝার দাপুটে ব্যাটিংয়ে উত্তুরে হাওয়া বোল্ড আউট হয়ে গেছে। শীতের আমেজও ফিকে বাংলায়। এই পরিস্থিতিতে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার সারাদিনই কলকাতায় ছিল মেঘলা আকাশ। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। শীত অপেক্ষাকৃত অনেক কম। আবহবিদরা বলছেন আগামীকালও আবহাওয়া এমনই থাকবে। দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মূলত মেঘলা। সেই সঙ্গে উপকূলের জেলায় হতে পারে সামান্য বৃষ্টি। তবে বুধবার থেকে মেঘ কেটে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকেই আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। ঝাঁ চকচকে আকাশ পাওয়া যাবে ২৭ জানুয়ারি থেকে। চেনা মেজাজে ফিরবে শীতও। মেঘ কেটে গিয়ে ঝলমলিয়ে উঠবে শীতের রোদ। রাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত কমবে রোদ উঠলেই, জানিয়েছে হাওয়া অফিস।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে বৃষ্টি কমে যাবে। সারা রাজ্যেই আজ ও কাল রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। বৃষ্টি বিদায় নিলেও উত্তর আর দক্ষিণবঙ্গজুড়ে আগামী ক’দিন দেখা যাবে ঘন কুয়াশা।