
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন তাপমাত্রা একটু চড়লেও, ফের ফিরেছে শীতের আমেজ (Winter Weather Forecast)। ভোরের দিকে ভাল ঠান্ডা উপভোগ করেছে রাজ্যবাসী। আবহাওযা দফতর জানাল, এখন শীতের আমেজ এমনই থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।
আলিপুর আবাহওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিমের শীতল হাওয়া থাকবে। দু’এক দিনে সেই শীতল হওয়ার পরিমাণ বাড়তে পারে। তবে নিম্নচাপের জেরে শীতের আমেজ খানিক কমতে পারে রাজ্যে।
এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। তামিলনাডুর পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এই নিম্নচাপের অভিমুখ।
এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে কিছু জলীয় বাষ্প ঢুকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। এর ফলে আবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বাংলায়। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।
অনুকূল ঠাকুরকে পরমাত্মা ঘোষণার আবেদন, মামলা খারিজ করে জরিমানা সুপ্রিম কোর্টের