Latest News

শীত যেন শেয়ার বাজার, তাপমাত্রার এত ওঠানামা! কাল থেকে ফের গরম, আবার ঠান্ডা কবে

দ্য ওয়াল ব্যুরো: ফিরে যেতে যেতে শেষবেলায় লেজের ঝাপটা দিয়েছে শীত (winter spell)। স্লিভলেস পরে সরস্বতী পুজো কাটানোর পরেই আচমকা ফের টুপি-চাদর জড়িয়ে জবুথবু হতে হয়েছে সপ্তাহান্তে। এবার সেই পর্ব শেষ হল, কাল থেকে ফের বাড়বে তাপমাত্রা। তবে এখনও পুরোপুরি বিদায় নিচ্ছে না শীত! বৃহস্পতিবার থেকে ফের শীতের আরও একটা স্পেল (winter spell) ব্যাট চালাবে বাংলায়। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (weather report)।

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া, উপকূলীয় জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা। তাপমাত্রা অবশ্য ওঠানামা করতেই থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার দু’দিন দু’তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে বৃহস্পতিবার থেকে ফের উত্তুরে হওয়া বইবে। তাপমাত্রা অনেকটাই নামতে পারে। শীতের সেই স্পেল চলবে পরের সোমবার পর্যন্ত।

আজ, সোমবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৮৭ শতাংশ।

কলকাতাতেও কাল থেকে বাড়বে তাপমাত্রা, কার্যত শীত উধাও হবে দু’দিনের জন্য। তবে বৃহস্পতিবার থেকে ফিরবে দিনভর শীতের আমেজ।

আগামী পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হাল্কা বৃষ্টিরও সামান্য সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বিহার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট একটু বেশি হতে পারে।

অন্যদিকে, ঘন কুয়াশার দাপট রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায়। দৃশ্যমানতা কোথাও শূন্যেও নামতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে আগামী ২৪ ঘণ্টায় অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশা থাকবে আগামীকাল মঙ্গলবারও।

এসবের মধ্যেই সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তর-পশ্চিম ভারতজুড়ে। পয়লা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি মিলিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, কাশ্মীর ভ্যালি, মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু এলাকায়।

তাঁর গুলিতে খুন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী, বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন অভিযুক্ত পুলিশকর্মী

You might also like