Latest News

আজ মন্ত্রী হিসেবে শপথ নেবেন না এনসিপির অজিত পাওয়ার

দ্য ওয়াল ব্যুরো: আজ তিনি মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন না বলে জানিয়ে দিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। এনসিপি সভাপতি শরদ পাওয়ারের বাড়িতে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দেন, “আমি আজ শপথ নিচ্ছি না। এনসিপি থেকে মন্ত্রী হিসেবে শুধু ছগন ভুজবল ও জয়ন্ত পাটিল আজ শপথ নেবেন।” তিনি জানিয়েছেন, মন্ত্রী হিসেবে শিবসেনা ও কংগ্রেস থেকেও দু’জন করে আজ শপথ নেবে। আজ সন্ধ্যাতেই মুম্বইয়ের শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে।

মহারাষ্ট্র বিকাশ আগড়ি নামে নতুন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে। এই জোটের নেতা হিসেবেও তাঁকেই মনোনীত করা হয়েছে।

ঠাকরে পরিবার থেকে এই প্রথম কেউ প্রশাসনিক পদে শপথ নিচ্ছেন, আর শপথ নিতে চলেছেন একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। সব মিলিয়ে শিবসৈনিকদের উত্তেজনা এখন তুঙ্গে।

মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) বিনয় চৌবে নিজে গিয়ে এই জায়গার নিরাপত্তা খতিয়ে দেখেছেন বলে পুলিশ সূত্রে খবর। শপথ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ আসবেন বলে মনে করছে পুলিশ, তাই পর্যাপ্ত সংখ্যায় পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। শুধু উর্দিধারীরাই নন, সাধারণ পোশাকে সাধারণ মানুষের সঙ্গেও মিশে থাকবে পুলিশ। বিশাল জমায়েতের উপরে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও সিসি ক্যামেরা। নজরদারি করা হবে ক্লোজ সার্কিট টেলিভিশনের মাধ্যমে।

তবে শিবাজি পার্কে এই সমারোহ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বম্বে হাইকোর্ট। ২০১০ সালে একটি এনজিও-র করা মামলার প্রেক্ষিতে এই জায়গাটিকে সাইলেন্স জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই আদালত মনে করে, এই জায়গায় সরকারি অনুষ্ঠান করা যেন নিয়মে না পরিণত হয়।

মধ্য মুম্বইয়ের দাদারে শিবাজি পার্কেই চিরকাল দশেরার দিন বক্তৃতা করে এসেছেন তাঁর বাঁবা তথা শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে। সেই ধারা বজায় রেখে এসেছেন উদ্ধব নিজেও। শিবাজি পার্কের এক কোণেই অন্ত্যেষ্টি হয়েছে বালাসাহেবের। তাই এই জায়গার প্রতি শিবসৈনিকদের আলাদা আবেগ রয়েছে তো বটেই, অনেকে আবার এই জায়গাটিকে পবিত্র বলেও মনে করেন। অনেকে আবার এই জায়গাটিকে ‘শিবতীর্থ’ বলে ডাকেন। এইসব কথা মাথায় রেখেই উদ্ধব ঠাকরের শিবাজি পার্কে শপথের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

You might also like