
স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, এখন জন-লিন্ডার ছেলেমেয়েদের স্কুলে ছুটি চলছে। তাদের সঙ্গে সময় না কাটিয়ে জন ঘন ঘন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। লিন্ডা তাতে অত্যন্ত রেগে গিয়েছেন। তিনি বলেন, “আমার স্বামী বেড়াতে ভালবাসেন। কিন্তু যখন ছেলেমেয়েদের দেখাশোনা করা উচিত, তখন তিনি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।”
স্ত্রী তাঁকে নিলামে বেচে দিতে চেয়েছেন শুনে আদৌ রাগ করেননি জন। বিজ্ঞাপন দেখে তিনি খুব হেসেছেন। লিন্ডা বিজ্ঞাপনে লিখেছেন, আমার স্বামীর বয়স ৩৭। তিনি ছ’ফুট এক ইঞ্চি লম্বা। তিনি কৃষিকাজ করেন। মানুষ হিসাবে অত্যন্ত সৎ। কেউ তাঁকে কিনলে বিনা পয়সায় বাড়িতে পৌঁছে দেওয়া হবে। সেজন্য আলাদা চার্জ লাগবে না।
ওই বিজ্ঞাপন দেখে ১২ জন জনকে কিনতে চেয়েছিলেন। এরপরেই বিজ্ঞাপনটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়।