Latest News

স্বামীর আচরণে রেগে গিয়ে তাঁকে বিক্রির জন্য বিজ্ঞাপন দিলেন স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : নিউজিল্যান্ডের (New Zeland) বাসিন্দা জন ম্যাকঅ্যালিস্টারের (John Mac Alister) স্বভাব হল যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়ানো। অন্তত তাঁর স্ত্রী লিন্ডা ম্যাকঅ্যালিস্টার (Linda Mac Alister) এমনই অভিযোগ করেছেন। স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য তাঁর একটি ছবি দিয়েছেন ওয়েব সাইটে। তাঁর সম্পর্কে নানা তথ্যও জানিয়েছেন নেটদুনিয়ায়। তারপরে লিখেছেন, ‘দিস ম্যান ইজ ফর সেল’। অর্থাৎ জনকে বিক্রিই করে দিতে চেয়েছেন স্ত্রী।

স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, এখন জন-লিন্ডার ছেলেমেয়েদের স্কুলে ছুটি চলছে। তাদের সঙ্গে সময় না কাটিয়ে জন ঘন ঘন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। লিন্ডা তাতে অত্যন্ত রেগে গিয়েছেন। তিনি বলেন, “আমার স্বামী বেড়াতে ভালবাসেন। কিন্তু যখন ছেলেমেয়েদের দেখাশোনা করা উচিত, তখন তিনি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।”

স্ত্রী তাঁকে নিলামে বেচে দিতে চেয়েছেন শুনে আদৌ রাগ করেননি জন। বিজ্ঞাপন দেখে তিনি খুব হেসেছেন। লিন্ডা বিজ্ঞাপনে লিখেছেন, আমার স্বামীর বয়স ৩৭। তিনি ছ’ফুট এক ইঞ্চি লম্বা। তিনি কৃষিকাজ করেন। মানুষ হিসাবে অত্যন্ত সৎ। কেউ তাঁকে কিনলে বিনা পয়সায় বাড়িতে পৌঁছে দেওয়া হবে। সেজন্য আলাদা চার্জ লাগবে না।

ওই বিজ্ঞাপন দেখে ১২ জন জনকে কিনতে চেয়েছিলেন। এরপরেই বিজ্ঞাপনটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়।

You might also like