Latest News

বাজেট সুপারহিট, ‘পাঠান’কেও টেক্কা দেবে! নির্মলা-স্তুতি বসপা সাংসদের

দ্য ওয়াল ব্যুরো: মাত্র আটদিন হয়েছে ছবি মুক্তির। এরমধ্যেই বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’ (Pathaan)। শুধু সুপারহিট না, বক্স অফিসে ব্লকব্লাস্টার তকমা পেয়েছে ছবিটি। এই আবহেই বুধবার সংসদে চলতি বছরের বাজেট (Budget 2023) পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এবার দুইয়ের তুলনা টানলেন উত্তরপ্রদেশের বহুজন সমাজবাদী পার্টির সাংসদ (BSP MP) মলুক নগর।

Budget 2023, Nirmala Sitharaman, Pathaan, BSP MP

তিনি বললেন, “শাহরুখ খানের ‘পাঠান’-এর মতোই সুপারহিট নির্মলা সীতারমনের বাজেট।” এক বিরোধী সাংসদের গলায় কেন্দ্রীয় বাজেটের এমন ভূয়সী প্রশংসা শুনে অবাক রাজনৈতিক জগতের অনেকেই। নির্মলার বাজেট দেশের আমজনতাকে স্বস্তি দিয়েছে বলেই মত মলুকের।

বক্স অফিসে ‘পাঠান’ ঝড় তুললেও অনেকেরই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে ছবিটি। যুক্তিহীন, দুর্বল গল্প বলেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অনেকে। তবে শুধুমাত্র শাহরুখের কামব্যাক ছবি দেখার জন্য হলে হলে ভিড় জমিয়েছেন দর্শকরা। ফলত এক সপ্তাহের মধ্যেই ব্লকব্লাস্টার হয়েছে ‘পাঠান’।

ঠিক তেমনভাবেই নতুন বছরের বাজেট নিয়ে একেবারেই খুশি নন দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই এই বাজেটকে ‘অন্ধকারের অমাবস্যা’ বলে অভিহিত করেছেন। রাহুল গান্ধীও এই বাজেটে কোনও আশার আলো দেখেননি। তিনি মোদীর ‘অমৃতকাল’-কে ‘মিত্রকাল’ বলে কটাক্ষ করেছেন। এই আবহেই বসপা সাংসদ মলুক নগর প্রশংসায় ভরিয়ে দিলেন নির্মলা সীতারমনের এই বাজেটকে।

আদানি কাণ্ডের প্রতিবাদে সংসদে কংগ্রেসের পাশে বাকি বিরোধীরা, অধিবেশন স্থগিত

You might also like