
দ্য ওয়াল ব্যুরো: সারাজীবন স্কুলে পড়িয়েছেন। কিন্তু অবসরের পর এখনও বকেয়া হাতে পাননি বলে অভিযোগ তোলেন কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলা মামলার শুনানিতে রাজ্য সরকারকে ভর্ৎসনা করেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। তিনি বলেন, ‘শিক্ষকদের ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত সরকারের।’
বকেয়া না পাওয়া নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই করছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকেরা। এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট পূর্বেই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তাতেও কোনও ফল হয়নি বলে অভিযোগ। ফের হাইকোর্টে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়।
শুক্রবার বিচারপতি মান্থার এজলাসে তেমনই এক মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতি রাজ্য সরকারের কাছে জানতে চান, ‘শিক্ষকদের বকেয়া পেতে এত দেরি হচ্ছে কেন?’ তিনি আরও মন্তব্য করেন, ‘শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা তাঁদের নোবেল কাজ। অবসরের পর তাঁদের পাওনা পেতে দেরি হওয়া খুবই দুঃখজনক।’
বিচারপতির নির্দেশেই এদিন আদালতে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসক। মামলার শুনানি চলাকালীন তাঁদের উদ্দেশে বিচারপতি মান্থা প্রশ্ন করেন, ‘কী করছেন আপনারা? আপনাদের এই আমলাতন্ত্রকে আদালত মানতে নারাজ।’ তিনি আরও বলেন, ‘সরকারি ফাইলের গেরোয় শিক্ষকরা ক্ষতিগ্রস্থ হতে পারেন না।’
এদিনের এজলাসে বিচারপতি রাজাশেখর মান্থা জেলাশাসক ও স্কুল পরিদর্শকদের উদ্দেশে বলেন, ‘দীর্ঘদিন ওদের (পড়ুন শিক্ষক) থেকে সার্ভিস নিয়েছেন, ‘এখন পাওনা দেওয়ার সময় ঘোরাচ্ছেন? কাল যদি আপনাদের সঙ্গে এমন হয় তখন কী করবেন?’ বিচারপতি অবিলম্বে শিক্ষকদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অনুব্রতকে জেলেই থাকতে হবে, জামিনের আবেদন করলেনই না তৃণমূল নেতা