Latest News

সস্ত্রীক বিপিন ছাড়া আর কারা ছিলেন ভেঙে পড়া সেনা কপ্টারে

দ্য ওয়াল ব্যুরো: আজ বেলা ১২টা ৪০ নাগাদ তামিলনাড়ুতে নীলগিরি পাহাড়ের উপরে বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার! চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ প্রতিরক্ষা প্রমুখ বিপিন রাওয়াত ছাড়াও এমআই সিরিজের ১৭ভি-৫ কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

আরও পড়ুন: বিপিন রাওয়াত যে চপারে ছিলেন তা কী গোত্রের হেলিকপ্টার? কী তার বৈশিষ্ট্য

২০১৯ সালে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন বিপিন প্রধান। ওই বছর থেকেই প্রথম ওই পদের সূচনা হয় ভারতীয় সেনাবাহিনীতে।

বিপিন রাওয়াত ও মধুলিকা রাওয়াত।

বায়ুসেনা জানিয়েছে ,তামিলনাড়ু কোয়েম্বত্তূর ও সুলুরের মাঝামাঝি কুন্নুর এলাকায় এই ঘটনা ঘটেছে। সুলুর থেকেই উড়েছিল চপারটি, যাচ্ছিল ওয়েলিংটন সেনাঘাঁটির দিকে। ঘটনাস্থলে চলছে উদ্ধার কাজ। বিপিন রাওয়াত-সহ বাকি আহতদের ইতিমধ্যেই পাঠানো হয়েছে হাসপাতালে। বিপিনের স্ত্রী মধুলিকার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।কপ্টারে কারা কারা ছিলেন?

বিপিন রাওয়াত
মধুলিকা রাওয়াত
ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, এসএম, ভিএসএম
লেফটেনেন্ট কর্নেল হরজিন্দর সিং
নায়েক গুরুসেবক সিং
নায়েক জিতেন্দ্র কুমার
ল্যান্স নায়েক বিবেক কুমার
ল্যান্স নায়েক বি সাই তেজা
হাবিলদর সতপাল

এছাড়াও ছিলেন আরও ৫ জন ক্রু সদস্য।

লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ।

যেখানে বিমানটি ভেঙে পড়েছে, সেই জায়গাটিতে ঘন জঙ্গল রয়েছে। এর ফলে উদ্ধারকাজ চালানো অত্যন্ত কঠিন হচ্ছে বলে জানিয়েছে বায়ুসেনা। ঘটনাস্থলের ছবি-ভিডিও-য় দেখা গেছে, ভাঙাচোরা কপ্টারের টুকরো ছড়িয়ে পড়ে আছে পোড়া অবস্থায়। আগুন জ্বলছে, ধোঁয়ায় ভরেছে আকাশ।

You might also like