Latest News

WHO Covid : এক সপ্তাহে বিশ্ব জুড়ে সংক্রমণ ১ কোটির বেশি, হু বলল, ‘হিমশৈলের চূড়া’

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহ থেকে বিশ্ব জুড়েই বাড়ছে কোভিড সংক্রমণ (WHO Covid)। বিশেষত চিনের জিলিন প্রদেশে কোভিড রোগীর সংখ্যাবৃদ্ধি রীতিমতো ভয়ের কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সতর্কবার্তা জারি করল হু (WHO Covid)। তাদের বক্তব্য, গত মাসে কোভিড সংক্রমণ কমছিল। এর ফলে অনেক দেশেই টেস্টিং-এর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। হু-র বক্তব্য, (WHO Covid) এখনও করোনার বিরুদ্ধে আগের মতোই সতর্ক থাকতে হবে।

হু-র ধারণা, কয়েকটি কারণে কোভিড সংক্রমণ (WHO Covid) বেড়েছে। প্রথমত, ওমিক্রন ভ্যারিয়ান্ট ও তার সাবলাইনেজ বিএ.২ ছড়াচ্ছে দ্রুত। তার ওপরে বিভিন্ন দেশে কোভিড নিয়ে নানা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। হু-র প্রধান তেদ্রোস আদহানম ঘেব্রেইসাস বলেন, “কয়েকটি দেশে টেস্টিং কমিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। তার অর্থ এখন যে সংক্রমণ বৃদ্ধির কথা জানা যাচ্ছে, তা হিমশৈলের চূড়া মাত্র।” হু প্রধান বলতে চেয়েছেন, কোভিড রোগীর যে পরিমাণ সংখ্যাবৃদ্ধির কথা জানা যাচ্ছে, বাস্তবে রোগের প্রকোপ বেড়েছে তার চেয়ে অনেক বেশি।

হু প্রধান বলেন, “কোভিড সম্পর্কে নানা ভুল তথ্য ছড়াচ্ছে। তাতে বিশ্বাস করে কয়েকটি দেশে টেস্টিং কমিয়ে দেওয়া হয়েছে।”

কী হারে বেড়েছে কোভিড (WHO Covid)

এক সপ্তাহ আগের তুলনায় এখন কোভিড সংক্রমণ বেড়েছে আট শতাংশ। ৭ থেকে ১৩ মার্চের মধ্যে বিশ্ব জুড়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১০ লক্ষ মানুষ। মারা গিয়েছেন ৪৩ হাজার জন। জানুয়ারির পরে সংক্রমণ ও মৃত্যুর এই হার সর্বোচ্চ। হু-র পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। তার মধ্যে দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ বেড়েছে ২৫ শতাংশ। চিনে সংক্রমণ বেড়েছে ২৭ শতাংশ। আফ্রিকায় সংক্রমণ বেড়েছে ১২ শতাংশ। মৃত্যুহার বেড়েছে ১৪ শতাংশ। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সংক্রমণ কমেছে ঠিকই কিন্তু মৃত্যু বেড়েছে ৩৮ শতাংশ।

আরও পড়ুন : Ukraine Bomb : ইউক্রেনের প্রেক্ষাগৃহে আশ্রয় নিয়েছিলেন হাজার জন, তার ওপরে বোমা ফেলল রাশিয়া

You might also like