Latest News

নেই থাকার ঘর!! বিয়ের পর দীপিকাকে নিয়ে কোথায় উঠবেন রণবীর??

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের বাকি মাত্র ৯ দিন।  এরই মাঝেই জানা যাচ্ছে, এখনও দীপিকার জন্য স্বপ্নের মহলটি বানিয়ে উঠতে পারেননি রণবীর সিং। খবর ছড়াতেই বি-টাউনে জল্পনা। বিয়ের পর কি তবে দীর্ঘ হানিমুনেই থাকবেন? না কি প্রচারের আড়ালেই দীপিকার জন্য বাংলো তৈরি করছেন রণবীর?

বলিউডের বিয়ে, দীপিকার জন্য বড় দাদার মতো শুভেচ্ছা, এড়িয়ে গেলেন প্রিয়াঙ্কার প্রসঙ্গ, শাহরুখের আচরণে বি-টাউনে জল্পনা তুঙ্গে

সব জল্পনার অবসান না হলেও, সূত্রের খবর- এখনও পছন্দের বাংলো খুঁজে পাননি রণবীর-দীপিকা। তাই বিয়ের পর কিছুদিন দীপিকার বিলাসবহুল ফ্ল্যাটেই থাকবেন রণবীর- দীপিকা।মুম্বইয়ের প্রভাদেবী আবাসনের ২৬ তলায় দীপিকার বিরাট ফ্ল্যাট। ১৬ কোটির সেই ফ্ল্যাটেই আপাতত সুখের সংসার বাঁধবেন তাঁরা। দীপিকার বন্ধুরা জানাচ্ছেন, তাড়াহুড়ো করতে চাইছেন না রণবীর। তাই বিয়ের পর দীপিকার ঘরেই উঠবেন।

দীপিকার ছিমছাম ফ্ল্যাটের ডিজাইন করেছেন বীনিতা চৈতন্য। যিনি বলিউডের নামী তারকাদের বাংলোর সাজ-সজ্জার নেপথ্যে।বছরের শুরুতেই
প্রভাদেবী বহুতলে  আগুন লাগে। তবে দীপিকার ফ্ল্যাট ক্ষতির মুখে পড়েনি। এবার সেই ছিমছাম ফ্ল্যাটেই ঘর বাঁধবেন রণবীর-দীপিকা। আপাতত, বিয়ের তোরজোরেই ব্যস্ত ঝকঝকে যুগল।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

 

 

You might also like