Latest News

মেসেজ ফরোয়ার্ডে বিধিনিষেধ আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

দ্য ওয়াল ব্যুরো: হোয়াটসঅ্যাপে মেসেজ ফরোয়ার্ড করার ক্ষেত্রে এ বার আসতে চলেছে বিধিনিষেধ। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে ছড়ানো কিছু ভুয়ো মেসেজে গুজবের বলি হয়েছেন অন্তত ২০ জন। আর এই ধরনের ভুয়ো মেসেজের প্রচার ও ফরোয়ার্ড বন্ধ করতেই ভারতীয় গ্রাহকদের জন্য পরিষেবায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

শুরুটা হয়েছিল আসামে। দিল্লির এক ব্যবসায়ী এবং তাঁর বন্ধুকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেরা হয়েছিল। একই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গেও। মালদহের একের পর এক ব্লক থেকে বারবার উঠে এসেছে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মানুষ মারার খবর। সম্প্রতি সেই এই ছেলেধরা গুজবে প্রাণ গেছে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। এ বার কর্ণাটকের বিদারে। ছেলেধরা সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছে অ্যাকসেনচারে কর্মরত এক ইঞ্জিনিয়ারকে। তার কয়েকদিন আগে মহারাষ্ট্রের ধুলেতেও পাঁচ জনকে শুধু এই সন্দেহের বশেই মেরে ফেলা হয়েছে। আর এই সব ঘটনার পিছনে রয়েছে একটাই কারণ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ানো কিছু ভুয়ো মেসেজ। কেন্দ্র এই সব ঘটনায় নড়ে বসলেও তেমন কিছু পদক্ষেপ এখনও করেনি।

এ বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ ফরোয়ার্ড করার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এ বার থেকে সম্ভবত পাঁচটি মেসেজ ফরোয়ার্ড করার পর ফরোয়ার্ড মেসেজ অপশনটি আর কার্যকরী থাকবে না। গ্রুপ চ্যাট হোক কিংবা পার্সোনাল মেসেজিং, দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম। সমীক্ষা করে দেখা গিয়েছে, ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৫ কোটি। আর এঁদের মধ্যে প্রায় সকলেই বিপুল সংখ্যায় মেসেজ ফরোয়ার্ডও করে থাকেন। আর এই ফরোয়ার্ড মেসেজের মাধ্যমেই ক্রমশ ছড়িয়ে পড়ছে ছেলেধরা সংক্রান্ত ভুয়ো খবর।

শুধু ছেলেধরা সংক্রান্ত ভুয়ো খবরই নয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভুয়ো লিঙ্ক। সেটা ট্রেনের টিকিট বা ব্যাঙ্ক সংক্রান্ত যে কোনও লিঙ্ক হতে পারে। আর এই সব লিঙ্কে একটা ক্লিক মানেই সমূহ বিপদ। বিপুল পরিমাণ আর্থিক প্রতারণার শিকারও হতে পারেন আপনি। এই সব সমস্যার সমাধানের জন্যই এ বার হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আনতে চলেছে কর্তৃপক্ষ।

তবে শুধু মেসেজ ফরোয়ার্ড করার সংখ্যার ক্ষেত্রেই নয় নতুন নিয়ম আসছে অন্যান্য ক্ষেত্রেও। সম্ভবত মেসেজে আসা যে কোনও লিঙ্কের পাশে থাকা তির চিহ্নের মতো অপশন (ফরোয়ার্ড অপশন) বন্ধ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এমনকী ফরোয়ার্ড হয়ে আসা ভুয়ো লিঙ্ক চিহ্নিত করার জন্যেও থাকবে ব্যবস্থা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই বিজ্ঞাপনী প্রচারের জন্য বিভিন্ন সংবাদপত্রও ব্যবহার করবে কর্তৃপক্ষ।

You might also like