Latest News

মমতা কি আজ গানের রেওয়াজ করলেন? বৃহস্পতিবার ভোট ভবানীপুরে

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, পুজোতে গানের অ্যালবাম বের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই গানের কথা দিদিরই। সুরও দেন তিনি। আর মিউজিক অ্যারেঞ্জমেন্টের নেপথ্যে থাকেন তাঁর মন্ত্রিসভার সদস্য তথা গায়ক ইন্দ্রনীল সেন।

প্রণব কন্যা এক হাত নিলেন কপিল সিব্বলকে, তুমুল বিবাদ কংগ্রেসে

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। সেখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রাক সন্ধ্যায় এদিন দেখা গেল প্রায় দেড় ঘণ্টা ইন্দ্রনীল সেনের বাড়িতে কাটালেন দিদি। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন গায়ক নচিকেতাও। এই ত্রয়ীর উপস্থিতিতেই কৌতূহল তৈরি হয়েছে যে এদিন কি পুজোর অ্যালবামের রেওয়াজ করলেন দিদি? এবারও তা হলে কি অ্যালবাম বেরোচ্ছে! এ ব্যাপারে ইন্দ্রনীল সেন বা নচিকেতা কেউই প্রশ্নের জবাব দিতে চাননি। নচিকেতা বলেন, এটা বলা যাবে না।

গান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহ কম নয়। আগে তিনি নিজেই সিন্থেসাইজার বাজিয়ে গান করতেন। তখন প্রচলিত সঙ্গীত গাইতেন তিনি। তবে পুরোটাই ঘরোয়া ভাবে। কিন্তু ইদানীং তাঁর লেখা কবিতা ও গানে সুর দেন দিদি। সেই গান সরকারি অনুষ্ঠানে, পুলিশের পুজো সংক্রান্ত প্রচারে ইত্যাদিতে বাজে। তৃণমূলের কর্মসূচিতে তো তা বাজবেই।
অনেকের মতে, এদিন যদি সত্যিই গান নিয়ে আলোচনা বা রেওয়াজ হয়ে থাকে তা হলে বুঝতে হবে, দিদি ভবানীপুরের ভোট নিয়ে প্রবল আত্মবিশ্বাসী এবং ফুরফুরে মেজাজেই রয়েছেন।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like