Latest News

অ্যামাইলয়েডোসিসে ভুগে মৃত্যু হয়েছে পাক প্রেসিডেন্ট মোশারফের, কী এই রোগ

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ সময় ধরে অ্যামাইলয়েডোসিস (Amyloidosis) রোগে ভুগছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ। পরিবারের তরফে জানানো হয়েছিল, তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো বিকল হয়ে পড়েছে। অ্যামাইলয়েডোসিস নামক রোগে মোশারফ আক্রান্ত হয়েছিলেন, সে কথা তাঁর পরিবারই জানিয়েছিল।

অ্যামাইলয়েডোসিস (Amyloidosis) রোগের কারণ হল অ্যামাইলয়েড নামে একধরনের প্রোটিন। এই প্রোটিন অস্বাভাবিক মাত্রায় কোষ ও অঙ্গগুলিতে জমা হতে থাকে। এই প্রোটিনের কারণেই বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করে। কিডনি, হার্ট, লিভার, প্লীহা, স্নায়ুতন্ত্রের পাশাপাশি পরিপাকতন্ত্রের ক্ষতি করে এই প্রোটিন। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রোটিন সাধারণত শরীরে থাকে না। অন্য কোনও প্রোটিন থেকে এটি তৈরি হয় ও বিভিন্ন অঙ্গে জমা হতে থাকে। প্রোটিনের মাত্রা বেড়ে গেলে সেই অঙ্গগুলি তাদের কার্যক্ষমতা হারাতে থাকে। ফলে শরীর দুর্বল হতে থাকে, মাল্টি-অর্গ্যান ফেলিওর হয়।

কী কী উপসর্গ দেখা দেয় এই রোগের

পা ও গোড়ালি ফুলে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে, শ্বাসকষ্ট শুরু হয়, হাত-পা অসাড় হতে থাকে, হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যায়, ডায়েরিয়া হতে পারে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে, খাবার গিলতে সমস্যা হয়, ত্বক সংক্রমিত হয়, ত্বকে ঘা-পুঁজ হয়।

মোশারফের বাঙালি প্রেমিকা, যে ভালবাসায় ক্ষত এঁকে দেয় কাঁটাতার

এই রোগ বংশগতভাবে হতে পারে বা বার্ধক্যজনিত কারণেও হতে পারে। আরও নানা কারণ আছে, যেমন ত্বকে কোনও কারণে অ্যামাইলয়েড প্রোটিনের স্তর জমা হতে শুরু করলে এই রোগ হয়। মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে অ্যামাইলয়েডোসিস বেশি দেখা যায়। এই রোগ মাল্টিপল মায়েলোমা বা ত্বকের ক্যানসারের কারণ হতে পারে।

You might also like