Latest News

মিড-ডে মিলে ফ্রায়েড রাইস, ইলিশ ভাপা! এলাহি আয়োজন পশ্চিম মেদিনীপুরের স্কুলে

দ্য ওয়াল ব্যুরো: রোজ রোজ সেই একই ভাত-ডাল, কারই বা ভাল লাগে? মুখ বদলাতে অন্য কিছুও তো খেতে ইচ্ছে করে মাঝেমধ্যে। ছাত্রছাত্রীদের আনন্দ দিতে সেই ব্যবস্থাই করলেন শিক্ষকরা (Teachers)। বুধবার মিড-ডে মিলে (Mid-day meal) পড়ুয়াদের (Students) পাতে পড়ল ফ্রায়েড রাইস (Fried Rice), ইলিশ ভাপা (Hilsa) , মুরগির মাংস (Chicken), চাটনি, পাঁপড়, মিষ্টি দই।

পড়ুয়াদের মুখ চেয়ে দুপুরের খাবারে এই এলাহি আয়োজন করেছেন পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতন ২ ব্লকের জাহালদা চক্রের বাঁশিচক প্রাথমিক বিদ্যালয়ের (School) শিক্ষকরা। রোজকার একঘেয়ে খাবারের স্বাদ বদলানোই এর উদ্দেশ্য।

তবে এই বছরই প্রথম নয় এর আগেও একই ধরনের আয়োজন করেছেন এই স্কুলের শিক্ষকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্লোল দাস জানিয়েছেন, সন্তানসম ছাত্র-ছাত্রীদের কথা ভেবে প্রত্যেক বছরই ইলিশ মাছের ব্যবস্থা করা হয়ে থাকে। বিদ্যালয়ের কর্মচারীদের ধন্যবাদ দিয়েছেন তিনি।

এদিন স্কুলে হাজির হয়েছিল ১০০ জনেরও বেশি পড়ুয়া শিক্ষকদের এই অভিনব উদ্যোগে খুশিতে উজ্জ্বল ছোট্ট মুখগুলো।

সিমকার্ডহীন মোবাইল দিয়ে মাকে মন্দিরে ফেলে পালাল ছেলে, ফোনের অপেক্ষায় বসে বৃদ্ধা

You might also like