Latest News

শালবনিতে বাজ পড়ে দুজনের মৃত্যু!

দ্য ওয়াল ব্যুরো: ১০ দিন আগে বিহারে বাজ পড়ে মৃত্যু হয়েছিল একুশ জন চাষির। জানা গিয়েছিল প্রত্যেকেই সেসময় মাঠে কাজ করছিলেন। শুক্রবার দুপুরে যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনিতে। মাঠের মধ্যে খোলা আকাশের নীচে বাজ পড়ে মৃত্যু হল দুজনের।

আরও পড়ুন: শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, দেহরক্ষীদের গাড়ি দুমড়ে গেল

এদিন শালবনি থানার কলসিভাঙা এলাকায় (West Midnapore) মাঠে ছাগল আনতে গিয়ে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। পাশাপাশি সেই ছাগলটিও মারা গেছে বলে স্থানীয় সূত্রে খবর মিলেছে। মৃত মহিলার নাম আমেনা বিবি। অন্যদিকে, শালবনির ১০ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বাহারকলাবেড়িয়া গ্রামেও বাজ পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, বছর দশেকের খাদু হাঁসদা মাঠে গরু চড়াতে গিয়েছিল। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় তার। এলাকাবাসীরা তাকে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

এমনিতেই এইবছর দক্ষিণবঙ্গে দেরিতে বর্ষা ঢুকেছে। সময়ের আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও মাঝ পথেই থমকে যায় সে। বেশকিছুটা পড়ে দক্ষিণে বর্ষা ঢুকলেও তার তেজ খুবই কম। এখনও পর্যন্ত বর্ষার দাপটে ভারী বৃষ্টিপাত হয়নি দক্ষিণে। কিন্তু যে হারে বাজ পড়ার পরিমাণ বাড়ছে, তাতে আবহাওয়া দফতরের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।

You might also like