
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: নিজের স্ত্রীকে (Wife) চপার দিয়ে কেটে খুন (Murder) করল স্বামী (Husband)। তারপর শেষ করে দিল নিজেকেও। হাড় হিম করা ঘটনা পশ্চিম মেদিনীপুরে (West Medinipur)।
পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার টুকুরিয়া পাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। মৃ মহিলার নাম কেকা কোলে। বয়স ৩৮ বছর। তাঁর স্বামী অশোক কোলে (৪৮) তাঁকে নৃশংসভাবে খুন করেছে, তারপর নিজেও আত্মঘাতী হয়েছে গলায় দড়ি দিয়ে।
জানা গেছে, অশোক ও কেকার সংসারে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। পাড়াপ্রতিবেশীরাও তা জানতেন। মঙ্গলবার তেমনই কোনও অশান্তির জেরে এমন ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে অশোক, মনে করছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রের খবর, একটি ধারালো ছুরি বা চপার দিয়ে স্ত্রী কেকাকে কুপিয়েছে অশোক, টুকরো টুকরো করেছে তাঁর দেহ। তারপর বাড়ির বাইরে বেরিয়ে যায় সে, সদর দরজায় তুলে দেয় শিকল। বাড়ির অদূরে একটি গোয়াল ঘরে গিয়ে গলায় দড়ি দেয় সে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসে আনন্দপুর থানার পুলিশ। তারাই দেহদুটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
আরও পড়ুন: বাঁশদ্রোণীতে জিম করতে গিয়ে আচমকা বুকে ব্যথা! পড়ে গেলেন তরুণী, হাসপাতালে মৃত ঘোষণা