Latest News

বাংলায় সারা দেশের মানুষ নিরাপদে থাকেন, দাবি অভিষেকের

দ্য ওয়াল ব্যুরো : দেশ জুড়ে অত্যাচার হচ্ছে মানুষের ওপরে। একমাত্র পশ্চিমবঙ্গেই নিরাপদে আছে সবাই । এখানে কোনও ধর্ম, ভাষা বা প্রদেশের মানুষের ওপরে অত্যাচার হচ্ছে না । সোমবার ডায়মন্ডহারবারে বাসুলডাঙ্গা বারাদ্রোণে যুব সংঘের কালীপুজো উদ্বোধনে এসে এমনই মন্তব্য করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেন, কয়েকদিন আগে অসমের তিনসুকিয়া থেকে পাঁচ বাঙালিকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্ম ও ভাষার দোহাই দেওয়া হচ্ছে ।তারা দেশকে শেষ করে দিচ্ছে । পশ্চিমবঙ্গে নানা প্রদেশের মানুষ বাস করেন । কারও ওপরে অত্যাচার হয়নি ।

You might also like