
দ্য ওয়াল ব্যুরো: স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গে নির্মল বাংলা (West Bengal) অভিযান সফলভাবে শেষ হয়েছে। রাজ্যের অধিকাংশ বাড়িতে শৌচাগার তৈরি হয়েছে। বন্ধ হয়েছে, খোলা জায়গায় মল মূত্র ত্যাগ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার চাইছে, এই সাফল্য ধরে রেখে স্বচ্ছতা রক্ষার চেতনাকে (campaign of cleanliness) স্থায়ী রূপ দিতে। পরিচ্ছন্নতা রক্ষাকে মানুষের দৈনন্দিন জীবনের অভ্যাসের অংশ করে তুলতে।
এই ভাবনা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি প্রচারে নামছে পশ্চিমবঙ্গ সরকার। এই কাজে রাজ্য সরকারের বরারের সঙ্গী ইউনিসেফও (UNICEF) থাকছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক এই সহায়তা সংস্থা প্রস্তুতি শুরু করেছে প্রচারের নানা দিক নিয়ে।
সোমবার কলকাতায় ইউনিসেফের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় নয়া পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন আন্তর্জাতিক ওই সংস্থার বাংলার দায়িত্বপ্রাপ্ত মহম্মদ মহিউদ্দিন, কমিউনিকেশন সোশ্যালিস্ট সুচরিতা বর্ধনেরা। মহিউদ্দিন বলেন, পরিচ্ছন্নতা একটি চেতনা। ধারাবাহিক প্রচারের মধ্য দিয়ে মানুষকে এই ব্যাপারে তাদের কর্তব্য স্মরণ করিয়ে দিতে হবে।
এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কথায়, শুধু শৌচাগার তৈরি করে দিলেই হবে না। রোগব্যাধি থেকে দূরে থাকতে সেগুলি পরিচ্ছন্ন রাখাও জরুরি। মল মূত্র ত্যাগ করার পর জল দিয়ে ময়লা পরিস্কার করে দেওয়াটা অন্যের উপর ছেড়ে রাখলে চলবে না। মানুষের মধ্যে এই বোধ বাড়ানো দরকার।
আজকের আলোচনা ছিলেন রাজ্য সরকার এবং বেশ কয়েকটি বেসরকারি ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিরা। বেসরকারি সংস্থাগুলিও সচেতনতা প্রচারে পাশে থাকবে। যেমন, বেঙ্গল পিয়ারলেস সংস্থা ১০০টি স্কুলে পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব নিয়েছে।
সরকার ও ইউনিসেফের প্রচারের যৌথ ভাবনার মধ্যে আছে, সর্বত্র শৌচাগার ব্যবহারে মানুষকে উৎসাহিত করা। শৌচাগার পরিস্কার রাখতে উৎসাহ দেওয়া। খাবার জলের বিষয়ে সচেতন করা, বিশেষ করে জলের উৎসগুলি পরিশ্রুত রাখা এবং হাত মুখ পরিচ্ছন্ন রাখা। এই প্রচারের মধ্যেই থাকবে প্লাস্টিক ব্যবহার কমাতে মানুষকে সচেতন করা।
এই প্রচারেরই একটি বিষয় হল ‘ফেথ ফর লাইফ’। তাতে বিভিন্ন ধর্মের বিশিষ্টরাও সচেতনতা মূলক প্রচারে অংশ নেবেন। অতীতে বাংলায় পোলিও টিকাকরণে মন্দিরের পুরোহিত, মসজিদের ইমামেরা গুরুত্বপূ্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই অভিজ্ঞতাকে পরিচ্ছন্নতা রক্ষার প্রচারেও কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার।
আদনিদের নিয়ে রাহুলের তোপ, মোদীজি আলোচনা এড়াচ্ছেন, কেন্দ্র ভয় পেয়েছে