Latest News

বৃষ্টির পূর্বাভাস ২ জেলায়, আগামী সপ্তাহেই শীত বিদায়! কী বলছে হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: পৌষ সংক্রান্তির পরই রাজ্য (West Bengal) থেকে উধাও সেই হাড়কাঁপানো ঠান্ডা (winter)। তবে শীত যে একেবারেই বিদায় নিয়েছে, তা নয়। ভোরের দিকে এবং রাতেরবেলায় ঠান্ডা হাওয়া এখনও অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর জানালো (weather update), আগামী দু-তিনদিন এরকমই থাকবে তাপমাত্রা। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।

বৃহস্পতিবার কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৮৩ শতাংশ। আগামী দু’দিন এই তাপমাত্রা একই থাকবে বলে জানা গেছে। তারপর সামান্য হলেও বাড়বে। তবে রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে।

অন্যদিকে রাজ্যের দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় একেবারে হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী ৪৮ ঘণ্টা ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে রাজ্যের কোথাও কোথাও। মূলত উপকূল ও পাহাড়ি এলাকাতেই মেঘলা আকাশের সম্ভাবনা বেশি।

এছাড়া উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আগামীকাল থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে আগামীকাল থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আছে। জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং লাদাখে শুক্র ও শনিবার তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

করোনার পর রাজ্যে প্রত্যাশা ছাড়িয়েছে স্কুলে পড়ুয়ার সংখ্যা, চিন্তা শিক্ষার মানে

You might also like