
দ্য ওয়াল ব্যুরো: রাজকুমারের বিয়ে বলে কথা। তাই গোটা দুনিয়ার নজর এখন ব্রিটেনের রাজবাড়িতে। প্রতি মুহূর্তে নেওয়া হচ্ছে আপডেট। কনে কী পোশাক পরবেন, তাঁর সঙ্গে হাত ধরে কে হাঁটবেন, বিয়ের মেনু কী হবে সব নিয়ে উন্মাদনা তুঙ্গে।
আর আকর্ষণের কেন্দ্রে রয়েছে রাজকুমারের বিয়ের কেক। কেমন হতে চলেছে রানী এলিজাবেথের নাতির বিয়ের কেক এ প্রশ্ন ঘুরছে সবার মনে। এর মধ্যেই প্রকাশ্যে এল রাজকুমারের বিয়ের কেকের ছবি।
লন্ডনের মিস লারা ম্যাসন ইতিমধ্যেই প্রিন্স হ্যারি আর মার্কিন অভিনেত্রী মেগান মর্কেলের বিয়ের জন্য বানিয়ে ফেলেছেন একটা দারুন কেক। শখের কেক বেকিং করেন লারা। প্রিন্সের জন্য তিনি বানিয়েছেন একদম প্রিন্স আর মেগানের আদলেরই একটি কেক। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে। আংটি বদলের পর প্রকাশ্যে যে ছবি এসেছিল হ্যারি আর মেগানের সেই ছবির আদলেই একখানা কেক বানিয়ে ফেলেছেন মিস ম্যাসন।
ভ্যানিলা ফ্লেভারের এই কেক তৈরি করতে সময় লেগেছে প্রায় ২৫০ ঘণ্টা। আর উপকরণ শুনলে তো চমকে যাবেন। প্রায় ৩০০ ডিম, ১৫ কেজি মাখন আর ১৫ কেজি ময়দা দিয়ে তৈরি হয়েছে এই কেক।