
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সারাদিন কখনও ঝিরিঝিরি, আবার কখনও মুষলধারে হয়েছে বৃষ্টি। বাতাসে ছিল ঠান্ডা ঠান্ডা ভাব। ছুটির দিন ভালই উপভোগ করেছেন শহরবাসী। কিন্তু, সোমবার সকাল থেকেই আকাশের চিত্র আমুল পাল্টে গেছে। উধাও কালো মেঘ, সেই জায়গা দখল করেছে চড়া রোদ। সূর্যের দাপটে চড়চড় করে বেড়েছে তাপমাত্রা। দিনের শুরুতেই গলদঘর্ম অবস্থা শহরবাসীর (Weather Update)।
সোমবার সকাল থেকেই বৃষ্টির (Rain) দেখা নেই। তবে পাল্লা দিয়ে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা। ফলে অস্বস্তি বাড়ছে মানুষের। বেলা বাড়লে রোদের দাপট পরিবর্তন না হলেও বিকেল গড়াতেই স্বস্তি দিতে হতে পারে দু’এক পশলা বৃষ্টি, এমনই জানাচ্ছে হাওয়া অফিস।
দেরিতে হলেও দিন কয়েক হল বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে। তবে উত্তর থেকে দক্ষিণে আসার পথেই বর্ষা শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। ফলে এখনও সেভাবে জাঁকিয়ে বর্ষার বৃষ্টি শুরু হয়নি দক্ষিণে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন এমনই বিক্ষিপ্ত বৃষ্টিতেই ভিজবে দক্ষিণবঙ্গ।
অন্যদিকে, বৃষ্টি ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন চারদিনের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
রবিবার রাত থেকেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে জলপাইগুড়িতে। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টির পরিমান ১৮৫.৪০ মিলিমিটার। ফলে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় সবকয়টি। বিশেষ করে নিচু এলাকায় বৃষ্টির জল ঢুকে গেছে ঘরে। সবমিলিয়ে সপ্তাহের প্রথম দিন ভোগান্তির শিকার সকলে। মঙ্গল ও বুধবারে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
দেখুন ভিডিও (Rain)।
এদিকে আজ থেকে স্কুল খুলছে। ফলে এদিন বাবার পিঠে চেপে বাচ্চাদের স্কুলেমুখী হতে দেখা গেছে। এর মধ্যেই জল জমার প্রতিবাদে জলপাইগুড়ি ২ নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় (দোমহনি থেকে বাংলাদেশ) হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবার সকালে তিস্তা ব্যারেজ থেকে ১২০০ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। ফলে দুপুরের পর সেখানে আরও জলস্ফীতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোবাইলে নয়, চক-ব্ল্যাকবোর্ড-ডাস্টারে হবে ক্লাস! গরমের ছুটির পর আজ থেকে খুলছে স্কুল