
দ্য ওয়াল ব্যুরো: চলতি মরশুমের মতো শেষ ইনিংসে ব্যাট করছে শীত (Weather Update)। বিদায়বেলায় শেষ কামড় বসাচ্ছে বাংলায়। ছক্কা না মারলেও মাঝেমধ্যে চার মেরে ঠান্ডার ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করছে আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন বাংলায় এমনই শীত শীত ভাব থাকবে।
গত বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী। পাহাড় থেকে সমতল ১-২ ডিগ্রি করে তাপমাত্রা নেমেছে। ভ্যাপসা গরম কাটিয়ে শীতের আমেজে ঘুম ভাঙছে মানুষের।
শুক্রবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, অর্থাৎ শনিবার আরও কিছুটা কমবে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়াবে। রবি-সোম তাপমাত্রার পারদ ১৫-১৬ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে।
শুধু কলকাতা নয়, রাজ্যে সব জেলাতেই রবিবার পর্যন্ত পারদ পতন লক্ষ্য করা যাবে। উপরের দিকের জেলা অর্থাৎ মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়িতে ভোরের দিকে হাল্কা কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা কেটে আকাশ হবে রোদ ঝলমলে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী হবে। গরমে হাঁসফাঁস অবস্থা নাহলেও কিছুটা অস্বস্তি হবে। তবে ১১ ফেব্রুয়ারি থেকে সেই অস্বস্তি কেটে হাল্কা শীতের আমেজে গা ভাসাতে পারবে বঙ্গবাসী। দিন তিনেক পর থেকেই শুরু ভালবাসার সপ্তাহ। তার আগে ঠান্ডা-গরমের লুকোচুরি উপভোগ করবে বাংলা।
৩ মাসের শিশুকে ৫১ বার ছ্যাঁকা দিয়ে মেরে ফেলল তান্ত্রিক! নিউমোনিয়া সারাতে নারকীয় ‘চিকিৎসা’