Latest News

Weather Update: আন্দামানে জমাট বাঁধছে ঘূর্ণাবর্ত! কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: তীব্র গরমের পর অবশেষে স্বস্তি (Weather Update)। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই। বরং সামনের সপ্তাহেই কলকাতা ও সংলগ্ন এলাকায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ ও ৩ তারিখ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে থাকবে বৃষ্টিও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। ৪ তারিখ থেকে হাওয়ার গতি কিছুটা কমলেও উত্তরবঙ্গে স্বস্তি নেই বৃষ্টির হাত থেকে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী ৪ তারিখ আন্দামান সাগরের উপর তৈরি হবে একটি ঘূর্নাবর্ত। ৫ থেকে ৮ তারিখের মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আন্দামানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না বলেই খবর হাওয়া অফিস সূত্রে।

সূত্রের খবর, দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম দিকের হাওয়া প্রবেশ করছে এই মুহূর্তে, যার ফলে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত তা অবস্থান করছে। শুক্রবার দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হয়েছে। আজও এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: ওঝার কেরামতিতে সময় অপচয়, মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাপে কামড়ানো বারুইপুরের বৃদ্ধ

You might also like