
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর পড়তেই রাজ্যে ফের শীতের আমেজ (weather report)। কলকাতাতেও এক ধাক্কায় অনেকটাই পারদপতন (temperature) হয়েছে। রবিবার ছিল মরশুমের শীতলতম দিন। হিমেল হওয়ার অবাধ প্রবেশের জেরে জেলাগুলিতেও রীতিমতো ঠান্ডা অনুভূত হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সোমবার সকালে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও তার থেকেও কম। ফলে বছরের শেষ মাসে রীতিমতো শীতের আমেজ মিলছে জেলায় জেলায়।
তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকলেও এই মুহূর্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। ভোরে ও সন্ধ্যার দিকে শীত শীত ভাব থাকলেও দিনের বেলায় ঠান্ডার অনুভূতি তেমন থাকবে না। তবে কলকাতার তুলনায় জেলাগুলিতে শীতের আমেজ খানিকটা বেশি থাকবে।
সোমবার কলকাতার আকাশ মূলত পরিস্কার থাকবে। গতকাল কলকাতা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আগামী ৪-৫ দিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
লালুপ্রসাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট আজ, সকলের শুভেচ্ছা চাইলেন মেয়ে রোহিণী