
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ শিকড় ভোলে না, তারা জানে বাংলা ভাষায় আনন্দ করতে, উৎসবের রং সাজাতে। কিউইদের হারিয়ে যখন বিশ্ব ক্রিকেটে তারা বন্দিত হচ্ছেন, সেইসময় নিউজিল্যান্ডের মাঠে জিতে ড্রেসিংরুমে গান ধরেছেন, ‘আমরা করব জয়…।’
হাওয়ায় ভাসছেন মুমিনুল হকরা। তাঁরা ইতিহাস রচনা করেছেন। এমন জয়ের পর বাঁধনহারা উল্লাস যে বাংলাদেশ দলেরই মানায়। তবু মুশফিকুর রহিমের স্কোয়ার কাট থেকে পাওয়া জয়সূচক রানের পর মাঠের মধ্যে তেমন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়নি ক্রিকেটারদের মধ্যে। যতটা সম্ভব নিজেদের সংযত রেখেছিলেন মুমিনুল-মুশফিক-তাইজুলরা।
ম্যাচের পরে ড্রেসিংরুমে ফিরে উৎসবের বন্যায় ভেসে যান ক্রিকেটাররা। ‘আমরা করব জয়’ গান গেয়ে ঐতিহাসিক জয়ের উদযাপন করেছেন টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে টাইগারদের উদযাপনের ভিডিও। যেখানে গেছে মুশফিকের আনন্দ যেন একটু বেশিই। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ‘‘উপভোগ করতে হবে ভাইরা, উপভোগ কর।’’
Bangladesh Team dressing room celebrations following the historic win at Mount Maunganui.#BCB #cricket #BANvsNZ pic.twitter.com/78pGFQ30wP
— Bangladesh Cricket (@BCBtigers) January 5, 2022
৯৭’র আইসিসি ট্রফি জয়, ৯৯’র বিশ্বকাপে পাকিস্তানকে হারানো, ২০০৫ সালে কার্ডিফে অসিদের বিপক্ষে দুর্দান্ত জয়, ২০০৭’র বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সঙ্গে টেস্ট জয় ও যুবদের বিশ্বকাপ জয়, এমন উল্লেখ করার মত সাফল্য আছে টাইগারদের।
এমন দুর্দান্ত টেস্ট জয়ের পর আনন্দের বন্যায় ভাসছে পুরো বাংলাদেশ। ক্রিকেটাররা ড্রেসিংরুম ও টিম হোটেলেও উৎসব করেছেন।
টাইগারদের এ জয়ে নিজেরা হতাশায় না থেকে কৃতিত্ব দিয়েছেন খোদ কিউই অধিনায়ক টম লাথাম এবং বাঁহাতি ফাস্ট বোলার নেইল ওয়াগনার।
মুমিনুল খেলা শেষে সাংবাদিকদের বলেন, ‘‘আমার ইচ্ছে ছিল নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের সঙ্গে কথা বলার। তবে মাঠেই কথা হল এ টেস্টের অধিনায়ক লাথাম ও ওয়াগনারের সঙ্গে। তারা আমাদের পুরো দলকে অভিনন্দন জানালো। লাথাম বলেছে, এ ম্যাচে জয় তোমাদেরই প্রাপ্য। তোমরা খুব ভাল ক্রিকেট খেলেছো। তোমরা যোগ্য এই জয়ের।’’