Latest News

বিবিসির তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ! ভোল বদলে কড়া ভাষায় নিন্দা অমেরিকার

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত দাঙ্গা ও তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নির্মিত বিবিসি-র তথ্যচিত্র (BBC Documentary On PM Modi) ভারতে (India) ব্যান হওয়া প্রসঙ্গে আগেই মুখ খুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র (United States)। বলা হয়েছিল, এই তথ্যচিত্র খুবই বিতর্কিত। তবে কয়েক ঘণ্টার মধ্যেই মত বদলে অন্য অবস্থান নিল তারা। ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন সকালেই জানিয়ে দেওয়া হল যে, এই তথ্যচিত্র ভারতে আটকে রেখে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সারা বিশ্বের পাশাপাশি ভারতেও এবার মতপ্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক নীতির গুরুত্ব তুলে ধরার এটাই সঠিক সময়। এভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বুধবার জানিয়েছেন, তাঁদের দেশ বিশ্বজুড়ে মুক্ত গণমাধ্যমকে সমর্থন করে এবং মত প্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক নীতিগুলিকে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে।

উল্লেখ্য, এর আগে ভারত সরকারের তরফে বিবিসির এই তথ্যচিত্র নিয়ে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছিল। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে বলেছিলেন, ‘এর পিছনে নির্দিষ্ট অ্যাজেন্ডা রয়েছে।’ 

তবে বিবিসি জানিয়েছে, “এই তথ্যচিত্র তৈরির আগে বহু মানুষের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। এতে ওই সময়ের বহু প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের মতামত যেমন রয়েছে, তেমনই বিজেপির সদস্যদের প্রতিক্রিয়াও নেওয়া হয়েছে।”

যদিও পরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের তরফে ইউটিউব ও টুইটারে সেই তথ্যচিত্র সংক্রান্ত যাবতীয় ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, এই তথ্যচিত্রের লিঙ্ক সম্বলিত ৫০টিরও বেশি টুইট ব্লক করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এর মধ্যে বুধবারই তথ্যচিত্রটির দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হয়েছে।

বিবিসির মোদী-তথ্যচিত্র: জামিয়াতেও দেখানোর উদ্যোগ, আপত্তি কর্তৃপক্ষের, ৪ ছাত্র গ্রেফতার

You might also like